ডোয়াইন ব্রাভো থেকে শাকিব আল হাসান, নাজমুল ইসলাম, আল্লু অর্জুনের পুষ্পায় মজেছে ক্রিকেট বিশ্ব।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তো পুষ্পা সেলিব্রেশন কার্যত ট্রেন্ডে পরিণত হয়েছে। এবার পুষ্পা জ্বরে কাবু ভিরাট কোহলি।
আমেদাবাদে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফিল্ডিং করার সময় আল্লু অর্জুনের ঢংয়ে ‘শ্রীভাল্লি’ গানের স্টেপে শরীর দোলাতে দেখা যায় ভিরাট কোহলিকে।
গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায় ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা: দ্য রাইজ। সিনেমাটির সঙ্গে সঙ্গে এর গানগুলোও পেয়েছে তুমুল জনপ্রিয়তা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে ‘শ্রীভাল্লি’, ‘সামি সামি’, উঁ বলেগা’ শিরোনামের গানগুলো।
এর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ‘শ্রীভাল্লি’ গানের সঙ্গে আল্লু অর্জুনের নাচের দৃশ্য।
শুধু খেলার মাঠেই নয়, সাধারণ নেটিজেনদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও পুষ্পার স্টেপে মেতেছেন বিশ্বসেরা ক্রিকেটাররা।
এর আগে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা দেয়, আল্লু অর্জুনের মতো করে ‘শ্রীভাল্লি’ গানে তাল মিলিয়েছেন ডেভিড ওয়ার্নার, রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়নার মতো তারকা ক্রিকেটাররা।