নিউ ইয়র্কের মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজ (মমি) আমন্ত্রণ জানিয়েছে কামার আহমাদ সাইমনের নতুন ছবি অন্যদিন...কে।
প্রত্যেক বছর মমি ‘ফার্স্ট লুক’ নামে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করে, যেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় সেইসব নিরীক্ষাধর্মী ফিকশন, নন-ফিকশন, ডকুমেন্টারি, হাইব্রিড বা শর্ট সিনেমাকে যারা সিনেমার পরিচিত শৈল্পিক ফর্মকে বদলে দিতে চায়।
নিউ ইয়র্কের শিল্পবোদ্ধাদের নতুন ধাঁচের সিনেমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই এ উৎসবের উদ্দেশ। আর এবার সেই আয়োজনে বিশ্বের ৩০টি দেশের ৩৮টি সিনেমার মধ্যে আমন্ত্রিত হয়েছে সারা আফরিন প্রযোজিত ও কামার আহমাদ সাইমন পরিচালিত সিনেমাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত নভেম্বরে ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল অন্যদিন...। ইডফায় এসেছিলেন মমির কিউরেটর এবং চলচ্চিত্র সমালোচক এরিক হাইন্স। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন মমিতে অন্যদিন... প্রদর্শনীর জন্য।
কামার আহমাদ সাইমনের জলত্রয়ীর (ওয়াটার ট্রিলজির) দ্বিতীয় সিনেমা অন্যদিন...। জলত্রয়ীর প্রথম সিনেমা শুনতে কি পাও! ।
অন্যদিন... এর স্ক্রিপ্টের জন্যই ২০১৬ সালে বিশ্ব চলচ্চিত্র মঞ্চ পিয়াৎজা গ্রান্দার রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা পেয়েছিলেন কামার। আরও পেয়েছিলেন লোকার্নোর ওপেন ডোর্সের শ্রেষ্ঠ পুরস্কার এবং আর্তে ইন্টারন্যশনাল প্রাইজ।