বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জায়েদ কী করবে সেটা তার ব্যক্তিগত বিষয়: মিশা

  •    
  • ৬ ফেব্রুয়ারি, ২০২২ ২২:৪২

মিশা সওদাগর নিউজবাংলাকে বলেন, ‘নির্বাচন কমিশনের প্রধান পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্ছিত ঘোষণা করায় আলমগীর ভাইসহ অনেকেই আমাকে অনুরোধ করেছে শপথ পড়ানোর জন্য।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থিতা বাতিলের পর সাধারণ সম্পাদকের পদ যাওয়া জায়েদ খানকে নিয়ে কোনো মন্তব্য করতে চান না এই সমিতির সদ্য সাবেক সভাপতি মিশা সওদাগর।

রোববার নিউজবাংলাকে এ বিষয়ে প্রতিক্রিয়া দেন তিনি। মিশা সওদাগর বলেন, ‘জায়েদ কী করবে এটা তিনিই বলতে পারবেন। তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কিছু বলতে পারছি না।’

আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় আপিল বোর্ডের কাছে নিপুণের করা অভিযোগে প্রার্থিতা হারান জায়েদ। এ ঘটনার পর শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয় নিপুণকে।

নিপুণকে নিয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চন ও কাঞ্চন-নিপুন প্যানেল থেকে জেতা প্রার্থীরা রোববার বিকেলে এফডিসিতে শপথ গ্রহণ করেন।

আগে প্রতি বার নির্বাচিত সভাপতিকে নির্বাচন কমিশনার শপথ পড়ালেও এবার কাঞ্চনকে শপথ পড়ান বিদায়ী সভাপতি মিশা সওদাগর।

এর কারণ হিসেবে মিশা নিউজবাংলাকে বলেন, ‘নির্বাচন কমিশনের প্রধান পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্ছিত ঘোষণা করায় আলমগীর ভাইসহ অনেকেই আমাকে অনুরোধ করেছে শপথ পড়ানোর জন্য।’

‘আর এটা আমি করতেও পারি। কারণ, বিদায়ী সভাপতি দায়িত্ব তুলে দেবেন নতুন সভাপতির কাছে। শপথ পড়ানোর মাধ্যমে সে কাজটি আমি করলাম।’

মিশা-জায়েদ চার বছর ক্ষমতায় ছিলেন শিল্পী সমিতির। জায়েদ খানের প্রার্থিতা বাতিল ও হেরে যাওয়ার ব্যাপারটি তাকে পীড়া দিচ্ছে কি না জানতে চাইলে কিছুক্ষণ চুপ থাকেন মিশা।

শপথে মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী প্রার্থীরা কেন আসেননি-এমন প্রশ্নে মিশা বলেন, ‘আমি তো ভেবেছিলাম সবাই থাকবে, কিন্তু কেন যে তারা আসেননি সেটা আমার জানা নাই।’

শপথের পর কাঞ্চন-নিপুণের সঙ্গে শিল্পী সমিতির ভেতরে যান মিশা। সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এ কমিটির যে কোনো সাহায্য লাগলে আমি পাশে আছি।’মিশাকে নতুন কমিটির উপদেষ্টা কমিটিতে রাখতে চেয়েছেন কাঞ্চন। এ বিষয়ে মিশা বলেন, ‘প্রস্তাব পেলে অবশ্যই ভেবে দেখব।’

এ বিভাগের আরো খবর