বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুখ খুললেন কাজল

  • বিনোদন ডেস্ক   
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০৮

সম্প্রতি কাজলকন্যা নাইসার বিনোদন দুনিয়ায় অভিষেক নিয়ে জোরচর্চা চলছে। এ প্রসঙ্গে উঠে করণ জোহরের নাম। বছরের পর বছর ধরে বলিউডে একাধিক নতুন মুখের আবির্ভাব ঘটেছে তার হাত ধরে। বহু নতুন প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীর ইন্ডাস্ট্রিতে অভিষেকও ঘটেছে। বহু ক্ষেত্রেই দাবি উঠেছে যে, করণ স্টারকিডদের বেশিই প্রাধান্য দেন। এবার কাজলকন্যা নাইসার বিনোদুনিয়ায় অভিষেক প্রসঙ্গে উঠে এলো করণের নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন কাজল নিজেই। ওই সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয়েছিল, করণ জোহর কি কখনো তাকে ফোন করেছেন তার মেয়ে নাইসাকে বলিউডের ছবিতে অভিনয়ের জন্য? এ প্রসঙ্গে কাজল খোলাসা করে বলেন, ১-২টি ফোন এসেছে। যে রকম সবার কাছেই ফোন যায়, সে রকম ভাবেই সেই ফোনগুলো এসেছে। কিন্তু আমার বিশ্বাস এই মুহূর্তে আমার মেয়ে কোনোভাবেই অভিনয়ে আসবে না। যদি তার কখনো মনে হয় সে অভিনয় করবে, তাহলে সে নিশ্চয়ই আমাদের জানাবে এবং আমরাও মা-বাবা হিসেবে তার ইচ্ছা-অনিচ্ছাকে প্রাধান্য দেবো। যদিও এর আগে কাজল এবং অজয় দেবগন- দুজনই জানিয়েছিলেন যে, তাদের মেয়ের বলিউডে পা রাখার কোনো আগ্রহই নেই।

এ বিভাগের আরো খবর