বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লতার সঙ্গে আঁখির ৩ ঘণ্টা

  •    
  • ৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:২৯

‘আমি যখন লতা মঙ্গেশকরের সঙ্গে ছিলাম, তখন তার ভাইয়ের ছেলে ওই সময় লতা মঙ্গেশকরের কণ্ঠে রেকর্ড করা একটি অপ্রকাশিত গান প্লেয়ারে বাজিয়ে শোনায়। ৮৭-৮৮ বছর বয়সী একজন শিল্পীর যে গায়কী, সেটি শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।’

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের দেখা হয় ২০১৭ সালে।

লতার মৃত্যুর পর সেই সময়ের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন আঁখি। আর সেই সময়ের গল্প-স্মৃতি শেয়ার করেছেন নিউজবাংলার সঙ্গে।

আঁখি বলেন, ‘২০১৭ সালের ২৭ মার্চ, মুম্বাইয়ে লতা মঙ্গেশকরের বাসা প্রভুকুঞ্জতে দেখা করতে গিয়েছিলাম। এই একবারই তার সঙ্গে আমার দেখা হয়েছে। তখন তার বয়স ৮৭ বা ৮৮। ওই বয়সে তিনি যেভাবে গল্প করেছেন, সেটা দেখে আমি বিস্মিত।

‘আমার মনে আছে, আমার চোখের সামনে তিনি দুটি মিষ্টি খেয়েছিলেন। সাধারণত ওই বয়সের মানুষ মিষ্টি খান না। তাই আমার মনে হয়েছে, তিনি অসুস্থ না বরং আমাদের অনেকের চেয়ে স্ট্রং।’

লতা মঙ্গেশকর অনেক আদর করেছিলেন আঁখিকে। সেই স্মৃতি জানিয়ে আঁখি বলেন, ‘লতা মঙ্গেশকর আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। আমাকে অনেক আদর করেছিলেন। তার মতো একজন মানুষ, একজন সংগীতশিল্পীর হাত অন্য কোনো শিল্পীর মাথায় উঠলে ওই মুহূর্তটা ওই শিল্পীর জন্য কেমন হতে পারে, সেটা আমি বোঝাতে পারব না।’

রুনা লায়লা (বাঁয়ে), লতা মঙ্গেশকর (মাঝে), আঁখি আলমগীর। ছবি: সংগৃহীত

লতার সঙ্গে তিন ঘণ্টা সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন আঁখি আলমগীর। বলেন, ‘অনেক বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তিনি আমার কাছ থেকে গান শুনতে চেয়েছিলেন, কিন্তু তার সামনে গান করা কি সম্ভব! শুনেছি, আশা ভোঁসলে, তিনিও কিংবদন্তি সংগীতশিল্পী, তিনিও নাকি লতা মঙ্গেশকরের সামনে গান করতে নার্ভাস ফিল করেন। তাই তার সামনে গান করাটা সম্ভব হয়নি।’

আঁখি জানান, লতা মঙ্গেশকরের বয়স হলেও সংগীতের সঙ্গেই ছিলেন তিনি। রেওয়াজ করতেন, গান গাইতেন।

আঁখি বলেন, ‘স্টেজে উঠে গান করছেন না বা সিনেমায় প্লে-ব্যাক না করা মানেই অনেকে মনে করেন যে শিল্পীটি হয়তো আর গান করছেন না। এ ধারণা ভুল। নিজের জন্য গান করাটাও গান গাওয়া।

‘আমি যখন লতা মঙ্গেশকরের সঙ্গে ছিলাম, তখন তার ভাইয়ের ছেলে ওই সময় লতা মঙ্গেশকরের কণ্ঠে রেকর্ড করা একটি অপ্রকাশিত গান প্লেয়ারে বাজিয়ে শোনায়। ৮৭-৮৮ বছর বয়সী একজন শিল্পীর যে গায়কী, সেটি শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।’

রোববার সকাল ৮টা ১২ মিনিটে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। খবরটি আঁখি আলমগীর জানতে পারেন সকাল সাড়ে ১০টার দিকে।

এ বিভাগের আরো খবর