বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মাই নেম ইজ সালমান খান’

  •    
  • ২ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:০৬

কখনো কখনো বলিউড সুপারস্টার সালমান খানকেও পরিচয় দিতে হয়। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সাম্প্রতিক এক পুরস্কার অনুষ্ঠানে। সেখানে সালমান খান ও হলিউড অভিনেতা জন ট্রাভোল্টাকে সম্মানিত করা হয়।

শোবিজ জগতে পরিচিত মুখ সালমান খান। সারা বিশ্বে তার অনুরাগীর সংখ্যা নেহায়েত কম নয়। বলিউডের সেই সুপারস্টারও হলিউড অভিনেতা জন ট্রাভোল্টার কাছে নিজের পরিচয় তুলে ধরবেন, এমনটা ভাবা যায় না। যদিও বাস্তবে ঘটেছে সেটিই।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক পুরষ্কার অনুষ্ঠানে ট্রাভোল্টার কাছে নিজের পরিচয় তুলে ধরেন সালমান। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেই ভিডিওতেই দেখা যায়, জন ট্রাভোল্টার সঙ্গে আলিঙ্গন ও কুশল বিনিময় করে নিজের পরিচয় দিয়ে বলিউড ভাইজান বলছেন, ‘মাই নেম ইজ সালমান খান।’

হলিউড অভিনেতার সঙ্গে পরিচয় সারতে গিয়ে সালমানকে বলতে শোনা যায়, ‘আমি ভারতীয় চলচ্চিত্রে কাজ করি। আমার নাম সালমান খান।’

Megastars #salmankhan and John Travolta @jhontravoltta pic.twitter.com/yiPHOwXpaD

— Ifty khan (@Iftykhan15) January 28, 2022

ভারতীয় সিনেমা বাণিজ্য বিশ্লেষক গিরীশ জোহর টুইটারে অনুষ্ঠানের একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, সালমান ও জন ট্রাভোল্টা পাশাপাশি বসে অনুষ্ঠান দেখছেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি আয়োজিত অনুষ্ঠানে বছরের সেরা ব্যক্তিত্বের সম্মাননা পান সালমান। অন্যদিকে জন ট্রাভোল্টাকে ভূষিত করা হয়েছে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে।

এ বিভাগের আরো খবর