শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয় অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে তা সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়।
তবে এর পরও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয়, ‘এখনও কেউ বাকি থাকলে এসে ভোট দিতে পারেন।’
সাড়ে ৭টার পর পরই ভোট গণনা শুরু হয় বলে রাত পৌনে ৮টার দিকে নিউজবাংলাকে জানান নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা কমিটির সদস্য আহমেদ ফারুক।
তিনি বলেন, ‘ফলাফল ঘোষণা করতে সব মিলিয়ে আর হয়তো ঘণ্টাখানেক সময় লাগবে।’
নাম প্রকাশ না করার শর্তে নির্বাচন কমিশনের আরেক সূত্রে জানা যায়, প্রাথমিক গণনায় প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে। ৭৫২ জন ভোটারের মধ্যে ৬৪৪ জন ভোট দিয়েছেন।