টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন টেলিভিশন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এদিন সকাল ৯টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বেলা ৫টা পর্যন্ত। এর মাধ্যমে নতুন কমিটির কাঁধে দায়িত্ব তুলে দেবেন ৭৫২ জন ভোটার।
টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ নিউজবাংলাকে জানান, সকাল ৯টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে বেলা ৫টা পর্যন্ত। নতুন নেতৃত্ব আসবে তিন বছরের জন্য। ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ২১টি পদে লড়ছেন ৪৮ জন প্রার্থী। সভাপতি পদে আছেন গেল দুই মেয়াদের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, আর তার প্রতিদ্বন্দ্বী ড. শাহাদাৎ হোসেন (নিপু)।
সহ-সভাপতির তিনটি পদের জন্য লড়ছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও আলমগীর কবীর (কবীর টুটুল)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজনীন হাসান চুমকী, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল।
অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম (নয়ন)। দফতর সম্পাদক পদে আছেন মামুন অর রশিদ (কবি মামুন) ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নিথর মাহবুব ও রাশেদ মামুন অপু। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী।
প্রচার ও প্রকাশনা পদে প্রার্থী হয়েছেন প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।
কার্যনির্বাহী সদস্য ৭টি পদের প্রার্থী হলেন আইনুন নাহার পুতুল, আবুল কালাম আজাদ মিয়া, আশরাফ কবির, আশরাফুল আশীষ, গোলাম কিবরিয়া তানভীর, রাজীব সালেহীন, নূরুন নাহার বেগম, মিষ্টি মারিয়া, তানভীর মাসুদ, মাজনুন মিজান, মো. আবদুল হান্নান আখন্দ, মো. আমিনুল বারী, মৌসুমী হামিদ, রেজাউল রাজু, শামস সুমন, শ্যামল জাকারিয়া, স্মরণ কুমার সাহা, সংগীতা চৌধুরী, সূচনা সিকদার ও হিমে হাফিজ।