বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিআইএফএফ-এ পুরস্কৃত দেশ-বিদেশের সিনেমা

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২২ ১৭:৫৪

সেরা অভিনেত্রী সুশান পারভা (ইরান-কানাডার সিনেমা বোটক্স)। সেরা অভিনেতা মি. জায়সুরিয়া (ভারতীয় সিনেমা সানি)। সেরা পরিচালক সুজিত বিডারি (সিনেমা আইনা ঝায়াল কো পাতুরি)।

রোববার শেষ হয়েছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলাদেশসহ ৭০টি দেশের সোয়া ২০০ চলচ্চিত্র প্রদর্শিত হয় উৎসবে। ১৫ জানুয়ারি শুরু হয়ে উৎসব চলে ২৩ জানুয়ারি পর্যন্ত।

রোববার সমাপনী দিনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এবারের আয়োজনে সেরা শিশুতোষ চলচ্চিত্র বাদল রহমান অ্যাওয়ার্ড পেয়েছে রাশিয়ার সিনেমা আফ্রিকা, এটি পরিচালনা করেছেন দারিয়া বিনেভস্কায়া।

ডিআইএফএফ-এ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড ভারতের সিনেমা সেমখোর, অডিয়েন্স অ্যাওয়ার্ড বাংলাদেশের চন্দ্রাবতী কথা ও লাল মোরগের ঝুটি।

বাংলাদেশ প্যানারোমা বিভাগের সেরা সিনেমা আজব কারখানা, পরিচালক শবনম ফেরদৌসী।

স্পিরিচুয়াল সেকশনে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা চীনেরি ইয়াংজেন’স জার্নি, পরিচালক চেংজু ল্যান। সেরা তথ্যচিত্র ইরানের হলি ব্রিড, সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা তুর্কির আনটোল্ড স্টোরি অফ ফাতেমা কায়াচি।

ডিআইএফএফ-এ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

নারী চলচ্চিত্র পরিচালক বিভাগে সেরা সিনেমা ইরানের লেডি অফ দ্য সিটি। সেরা স্বল্পদৈর্ঘ্য সাইপ্রাস ও ফ্রান্সের আ সামার প্লেস, সেরা তথ্যচিত্র জার্মানি ও ফিনল্যান্ডের দ্য আদার সাইড অফ দ্য রিভার।

এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগের সেরা সিনেমাটোগ্রাফার চীনের ঝাউ ওয়েনকাও। সেরা চিত্রনাট্যকার ইন্দ্রনীল রায় চৌধুরী ও সৌগত সিনহা, সিনেমা বাংলাদেশ ভারেতর মায়ার জঞ্জাল।

পুরস্কার নিচ্ছেন নূরুল আলম আতিক ও এন রাশেদ চৌধুরী। ছবি: সংগৃহীত

সেরা অভিনেত্রী সুশান পারভা (ইরান-কানাডার সিনেমা বোটক্স)। সেরা অভিনেতা মি. জায়সুরিয়া (ভারতীয় সিনেমা সানি)। সেরা পরিচালক সুজিত বিডারি (সিনেমা আইনা ঝায়াল কো পাতুরি)।

ডিআইএফএফ-এ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

সেরা সনেমার পুরস্কার পেয়েছে ভারতের কোঝানগাল, এটি পরিচালনা করেছেন পি এস ভিনোথরাজ।

ডিআইএফএফ-এ স্ক্রিনপ্লে ল্যাবের পুরস্কৃতদের সঙ্গে অতিথিরা। ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারই প্রথম চালু করা হয়েছে স্ক্রিনপ্লে ল্যাব। এতে সেরা হয়েছে নেপালের কিরণ পোখরেল এর চিত্রনাট্য পুতালি কো সাপ্না (ড্রিম অফ আ বাটারফ্লাই)। চিত্রনাট্যটি পাবে ৫ হাজার ইউএসডলার। বিজয়ী আরও দুটি চিত্রনাট্য হলো, দেশের তাসমিয়াহ আফরিন মৌ এর ফিয়ার-ওয়াই-টেল, পেয়েছে ৩ হাজার ডলার ও ভারতের গৌরভ মদনের চিত্রনাট্য কান্দা ভান্দা (দ্য জায়ান্ট অনিয়ন), পেয়েছে ২ হাজার ইউএস ডলার।

এ বিভাগের আরো খবর