কেপ টাউনে রোববার সাউথ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত ক্রিকেট দল। টেস্টের অধিনায়কত্ব ছাড়ার পর সবার নজর এখন ভিরাট কোহলির দিকে। ভালোই খেলেছেন। ২৫তম ওভারে হাফ সেঞ্চুরি করেন কোহলি।
গ্যালারিতে ছিলেন স্ত্রী অনুশকা শর্মা। স্বাভাবিকভাবেই তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সময় মায়ের কোলেই ছিল কোহলি-আনুশকার মেয়ে ভামিকা।
মায়ের পাশাপাশি বাবাকে খেলার মাঠের বড় স্ক্রিনে দেখে খুশিতে আটখানা সেও। পুরো ঘটনাই হয়েছে ক্যামেরাবন্দি। সরাসরি সম্প্রচারে ভিরুশকার মেয়েকে দেখা গেল প্রথমবারের মতো। এতে সবাই বেজায় খুশি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়েছে। ভামিকাকে দেখে সবার মুখেই একটাই কথা, ‘একদম ভিরাটের মতো দেখতে হয়েছে ভামিকা।'
স্টেডিয়ামে ভামিকার দেখা মেলায় অনেকে ভাবতে শুরু করেছেন, এবার বোধহয় মেয়ের মুখ না দেখানোর প্রতিজ্ঞা ভাঙল বিরুশকা।
তবে না, সেই আশা করা ভুল। কারণ সোমবার দুপুরে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন ভিরাট-আনুশকা।
ইনস্টাগ্রাম স্টোরিতে দুজন লিখেছেন একই কথা। তারা বলেন, ‘আমরা বুঝতে পেরেছি আমাদের মেয়ের ছবি গতকাল স্টেডিয়ামে ধারণ হয়েছে এবং সেটা ছড়িয়ে পড়েছে। আমরা সবাইকে বলতে চাই, আমরা হতভম্ব এবং সত্যি বুঝতে পারিনি ক্যামেরা আমাদের দিকে তাক করা ছিল। আমাদের অবস্থান একই আছে, সবাইকে একই অনুরোধ জানাব। আমরা সত্যিই চাই ভামিকার ছবি তোলা না হোক বা সেটি প্রকাশ্যে না আনা হোক।’
গত বছর জানুয়ারিতে মেয়ের জন্মের পর পাপারাৎসিদের কাছে ভিরাট-অনুশকা অনুরোধ করে বলেছিলেন, ‘নমস্কার, এত বছর ধরে আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা খুশি হয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিচ্ছি। বাবা-মা হিসেবে আমাদের একটা অতি সাধারণ অনুরোধ রয়েছে আপনাদের কাছে। আমরা নিজেদের সন্তানের গোপনীয়তা বজায় রাখতে চাই, এই কাজে আপনাদের সাহায্য ও সমর্থন প্রয়োজন।’