অভিনয়শিল্পী দম্পতি পরীমনি ও রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। শনিবার রাতে পরীর বাসাতেই হয় বিয়ের অনুষ্ঠান।
বিয়েতে উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি নিউজবাংলাকে বলেন, ‘খুবই সুন্দর ও ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়েছে। গায়েহলুদের অনুষ্ঠানটাও অনেক সুন্দর ছিল। রাত ১০টার দিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এখন ১টার মতো বাজে, অনুষ্ঠান শেষ, এখন ছবি তোলা হচ্ছে।’
হয়ে গেল পরীমনি ও রাজের বিয়ের আনুষ্ঠানিকতা। ছবি: সংগৃহীত
চয়নিকা আরও বলেন, ‘ওরা তো নিজেরা বিয়ে করেছিল, তখন ওদের সঙ্গে কেউ ছিল না। এ আয়োজন শুধুই পরিবারের সদস্যদের জন্য।’
বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য এবং নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি।
হয়ে গেল পরীমনি ও রাজের বিয়ের আনুষ্ঠানিকতা। ছবি: সংগৃহীত
নায়ক-নায়িকার বিয়ে বলে কথা। কাবিন থেকে শুরু করে খাবারের ব্যাপারেও সবার জানার আগ্রহ।
চয়নিকা জানান, বিয়ের কাবিন হয়েছে ১০১ টাকা। আর খাবারে ছিল মটরশুটি পোলাও, রোস্ট, খাসির রেজালা, গরুর মাংস, মাছ ভাজাসহ আরও কিছু।
বিয়ের অনুষ্ঠানে পরীমনি। ছবি: সংগৃহীত
এর আগে শুক্রবার রাতে গায়েহলুদের অনুষ্ঠান করেন এই অভিনয়শিল্পী। পরীমনির বাসাতেই হয় এই আয়োজন। এতে উপস্থিত ছিলেন পরীমনি ও রাজের মিডিয়ার বন্ধুরা। দুই পরিবারের সদস্যরাও ছিলেন আয়োজনে।
হয়ে গেল পরীমনি ও রাজের বিয়ের আনুষ্ঠানিকতা। ছবি: সংগৃহীত
এদিন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নিউজবাংলাকে জানান, শনিবার রাতে পরী ও রাজের বিয়ের আয়োজন রয়েছে। মূলত সবাইকে নিয়ে আনুষ্ঠানিকতা করতে এবং পরিবারের মানুষের পরিচয় করাতেই এ আয়োজন বলে জানান সেলিম।