মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়। সিনেমাটির নামও রাখা হচ্ছে মূল উপন্যাসের নামেই। আর এতে প্রধান এক চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
এ ছাড়া আরও প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়।
উপন্যাসের কুসুমের ভূমিকায় অভিনয় করবেন জয়া। আর শশীর চরিত্রে আবীর ও কুমুদের চরিত্রে অভিনয় করবেন পরমব্রত।
সিনেমায় নাকি শশীর চরিত্রটিই বেশি গুরুত্ব পাচ্ছে। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে পরিচালক সুমন বলেন, ‘আমার মতে মানিকবাবুর সৃষ্টির মধ্যে শশী অসম্ভব জোরালো একটা চরিত্র।’
তিনি আরও বলেন, ‘এই সিনেমার জন্য দুটি জিনিস খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা ও বড় বাজেট। ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি সিনেমাটির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে।’