দুই বাংলাতেই আলোচিত নাম মোশাররফ করিম ও মিথিলা। দেশের টিভি নাটক তো বটেই, মোশাররফ করিম দুই বাংলার ভিন্ন ধারার চলচ্চিত্রে প্রশংসা পাচ্ছে তার কাজ। মিথিলাও যুক্ত হচ্ছেন কলকাতার সিনেমায়।
এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ তাদের নতুন কাজ দৌড়। এটি পরিচালনা করবেন রায়হান খান। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
একাধিক সাক্ষাৎকারে মোশারফ করিম বলেছেন, তারিক আনাম খান তার অভিনয় গুরু। এ সিরিজে আছেন তিনিও। এই প্রথম কোনো সিরিজে একসঙ্গে অভিনয় করবেন গুরু-শিষ্য। ইতিমধ্যেই কয়েক দিনের শুটিংও করেছেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্সে একটি চায়ের দোকানে সাংবাদিকদের মুখোমুখি পড়ে যান মোশারফ ও তার অভিনেত্রী-স্ত্রী রোবেনা রেজা জুঁই। অভিনেতা আপাতত রয়েছেন কলকাতায়।
এদিকে মিথিলাও এখন কলকাতাতেই আছেন। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। আপাতত সুস্থ হয়ে উঠেছেন।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মিথিলা ও মোশাররফ বাংলাদেশে ফিরলে সিরিজের বাকি অংশের দৃশ্যধারণ হবে।
দৌড় সিরিজে অভিনয় করবেন রোবেনা রেজা জুঁইও। মার্চ মাসে এটি মুক্তি পাওয়ার কথা।
গত বছর হইচই-এর ‘মহানগর’ ওয়েব সিরিজ দর্শক মহলে প্রসংশিত হয়। সম্প্রতি আশফাক নিপুণ পরিচালিত 'মহানগর'-এর দ্বিতীয় সিজনের ঘোষণা দিয়েছেন।