বেশ কয়েক বছরই হলো বায়োপিকে ঝুঁকেছে বলিউড। কখনো রাজনৈতিক ব্যক্তিত্ব কখনো ক্রীড়াব্যক্তিত্বদের জীবন সংগ্রামের কাহিনি উঠে আসছে বড়পর্দায়।
তবে এই প্রথমবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো কমেডিয়ানের বায়োপিকের ঘোষণা এলো। এবার কপিল শর্মার জীবন কাহিনি উঠে আসবে বড়পর্দায়।
তুমুল জনপ্রিয় এ স্ট্যান্ডআপ কমেডিয়ানের বায়োপিক তৈরির তথ্য জানান ভারতীয় চলচ্চিত্র সমালোচক ও চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। সিনেমাটির নাম হবে ফানকার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শুক্রবার এ তথ্য জানান তরণ। সিনেমাটি পরিচালনা করবেন মৃগদীপ সিং লাম্বা। আর প্রযোজনা করছেন মহাবীর জৈন এবং লাইকা নামে চেন্নাইয়ের এক প্রযোজনা সংস্থা।
তবে সিনেমাটিতে কপিলের চরিত্রে কে অভিনয় করবেন, তা অবশ্য জানানো হয়নি।
শুধু ভারতে নয়, বিভিন্ন দেশেই কপিলের ‘দ্য কপিল শর্মা শো’ খুবই জনপ্রিয়। এই শোয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন তিনি।