বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়েব সিরিজে রাজশাহীর গল্প, শিল্পীরাও সেখানকার

  •    
  • ১২ জানুয়ারি, ২০২২ ২১:৫৪

এ বছরের প্রথম অরিজিনাল সিরিজ হিসেবে ১৩ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ‘শাটিকাপ’। এর অভিনয়শিল্পী ও কলাকুশলী সবাই রাজশাহীর লোকাল। সেই সঙ্গে গল্পের প্রেক্ষাপট, ভাষা, দৃশ্যধারণ সবই হয়েছে রাজশাহীতেই। তাই এটিকে ১০০ ভাগ লোকাল সিরিজ বলা হচ্ছে।

সীমান্তে প্রতিদিন কত কত ঘটনা ঘটে, যার বেশির ভাগই থেকে যায় লোকচক্ষুর আড়ালে। রাজশাহীর এক এলাকার কিশোর গ্যাং আরেক এলাকার প্রভাবশালী মাদক কারবারি একচেটিয়া আধিপত্যে বড়সড় বাঁধা সৃষ্টি করে। সেই গ্যাংকে ধরার জন্য বিশ্বস্ত ইনভেস্টিগেটিভ অফিসারকে কাজে লাগায় প্রভাবশালী মাদক কারবারি। এরপর শুরু হয় সাপ-লুডুর মতো এক অদ্ভুত কাটাকুটি খেলার।

এমনই একটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ শাটিকাপ।

এতে অভিনয় করেছেন আহসাবুল ইয়ামিন রিয়াদ, ওমর মাসুম, অমিত রুদ্র, নাজমুস সাকিব, শাহ্ আসিফ আহমেদ, ওয়াসিকুল ইসলাম রমিত, সাজিয়া খানম, গালিব সর্দারসহ ১৩৭ জন অভিনয়শিল্পী। যাদের নামগুলোও পরিচিত না। এমনই নাম না জানা একটি দল অভিনয় করেছে সিরিজটিতে।

এ বছরের প্রথম অরিজিনাল সিরিজ হিসেবে ১৩ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে শাটিকাপ। এই সিরিজে সিজন ১-এ আটটি পর্ব রয়েছে।

সিনেমা নিয়ে দিল্লির এশিয়ান স্কুল অফ মিডিয়া স্ট্যাডিজ থেকে পড়ালেখা করা রাজশাহীর ছেলে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালনা করেছেন থ্রিলারধর্মী এ সিরিজটি।

এ নিয়ে চরকির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাটিকাপ-এর অভিনয়শিল্পী ও কলাকুশলী সবাই রাজশাহীর লোকাল। সেই সঙ্গে গল্পের প্রেক্ষাপট, ভাষা, দৃশ্যধারণ সবই হয়েছে রাজশাহীতেই। তাই এটিকে ১০০ ভাগ লোকাল সিরিজ বলা হচ্ছে।

এমন একটি গল্প ও তরুণ দলকে উৎসাহ, সম্মান, অনুপ্রেরণা দেয়ার জন্যই চরকি রয়েছে শাটিকাপ-এর সঙ্গে।

চরকিতে শাটিকাপ-এর মুক্তি নিয়ে বেশ উৎসাহিত পরিচালক তাওকীর।

তিনি বলেন, ‘আমরা যখন শাটিকাপ বানাচ্ছিলাম, তখনও জানতাম না এটা কোথায় যাবে, কীভাবে মানুষ দেখবে। আনন্দ পাচ্ছিলাম তাই কাজটা করে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা কাজটা শেষে করেছি আর সেটা চরকিতে আসছে। এটাতে আমরা যে কী আনন্দিত ও সম্মানিতবোধ করছি, তা বলে বোঝানো সম্ভব না।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘রাজশাহীর এই ট্যালেন্টড তরুণরা যে এত সুন্দর একটা কাজ করে ফেলেছে সেটা না দেখলে মিস করবে দর্শক। চরকি শুধু চেষ্টা করেছে এই তরুণদের একটা প্ল্যাটফর্ম দেয়ার।’

এ বিভাগের আরো খবর