বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় আক্রান্ত স্বরার মৃত্যুকামনা, কড়া জবাব অভিনেত্রীর  

  •    
  • ৯ জানুয়ারি, ২০২২ ২০:০৭

স্বরা লেখেন, ‘আমার প্রিয় নিন্দুকেরা, যারা আমার মৃত্যুকামনা করছেন, বন্ধুরা আপনারা নিজেদের চিন্তাভাবনায় নিয়ন্ত্রণ রাখুন। আমার কিছু হয়ে গেলে আপনাদের রুজি-রুটি বন্ধ হয়ে যাবে তো। তখন আপনাদের ঘর চলবে কীভাবে?’

দুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের করোনা আক্রান্তের খবর জানান বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।

অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন ইস্যুতে সরব তিনি। তাই তো ভক্ত-অনুরাগীর পাশাপাশি তাকে অপছন্দের লোকও কম নেই।

অভিনেত্রীর করোনা পজিটিভ হওয়ার খবর শুনে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে তাকে নিয়ে কিছু ট্রোল আবার সব সীমা পেরিয়েছে। টুইটারে স্বরার মৃত্যুকামনা করেছেন অনেকে।

কেউ লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নাও’। কেউ আবার লেখেন, ‘২০২২-এ এখন পর্যন্ত শোনা সেরা খবর। ওনার দ্রুত মৃত্যু কামনা করি। সে যেন নরকেও জায়গা না পায়।’

স্বরাকে নিয়ে এ রকম নানা বাজে মন্তব্য ও ট্রোল করেছেন কেউ কেউ। তবে তিনি তাদের জবাব দিতেও ছাড়েননি।

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত

এমন কিছু টুইটের স্ক্রিনশট দিয়ে পালটা টুইট করেছেন স্বরা। তিনি লেখেন, ‘আমার প্রিয় নিন্দুকেরা, যারা আমার মৃত্যুকামনা করছেন, বন্ধুরা আপনারা নিজেদের চিন্তাভাবনায় নিয়ন্ত্রণ রাখুন। আমার কিছু হয়ে গেলে আপনাদের রুজি-রুটি বন্ধ হয়ে যাবে তো। তখন আপনাদের ঘর চলবে কীভাবে?’

And to my dear Nafrati Chintus and trolls praying for my demise.. doston apni bhaavnaaein kaabooo mein rakho.. mujhey kuch ho gaya toh aapki rozi roti chhin jaaegi.. ghar kaisey chalega ?!? 😬🤷🏾‍♀️🤗 pic.twitter.com/Tx7mq3zQOD

— Swara Bhasker (@ReallySwara) January 7, 2022

ইনস্টাগ্রামে এক পোস্টে শুক্রবার নিজের করোনা আক্রান্তের খবর জানান অভিনেত্রী।

সেই পোস্টে স্বরা লেখেন, ‘এইমাত্র আরটি-পিসিআর টেস্ট রিপোর্ট পেলাম এবং আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আইসোলেশনে রয়েছি। জ্বর, মাথাব্যথা ও রুচিহীনতার মতো উপসর্গ রয়েছে আমার। টিকার দুটি ডোজ নেয়া আছে। তাই আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি কৃতজ্ঞ যে বাড়িতে পরিবারের সঙ্গে আছি। সবাই সাবধানে থাকুন।’

এ বিভাগের আরো খবর