পরনে সাদা শাড়ি, তাতে নীল স্ট্রাইপ। সঙ্গে সাদা ব্লাউজ। মলিন মুখে, পা গুটিয়ে বসে আছেন তিনি। দৃষ্টি অপলক।
সম্প্রতি একটি স্থিরচিত্রে এভাবে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
ছোট চুলে, ফ্যাকাশে মুখে কেন মেহজাবীন এভাবে বসে আছেন? আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তিনি কারাগারে! কিন্তু কেন?
উত্তর জানা যাবে ওয়েব কনটেন্টে। শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছবি দুটি পাঠায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। বোঝাই যাচ্ছে চরকির প্রযোজনায় নতুন কোনো কনটেন্টের ছবি এটি।
ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে বরাবরই আলোচনায় থাকেন মেহজাবীন। আবারও তেমন কিছুই করতে যাচ্ছেন তিনি।
কোন কনটেন্টে মেহজাবীনকে এমন রূপে দেখা যাবে, তা জানানো হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। এমন লুকে কবে, কখন তিনি ওটিটিতে আসবেন তা জানা যাবে আরও পরে।
ওয়েব কনটেন্টের দৃশ্যে মেহজাবীন। ছবি: সংগৃহীত
বছরের শুরুতেই চরকি ঘোষণা দেয় যে নতুন বছর দর্শকদের জন্য নানা আয়োজনে সাজানো হবে চরকি। অরিজিনাল সিনেমা, সিরিজ, শর্টফিল্ম রিলিজ দিয়ে সারা বছর দর্শক মাতিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছে প্ল্যাটফর্মটি।
কিছুদিন আগেই চরকি প্রকাশ করেছে আফরান নিশোর নতুন একটি লুক। তাতে দর্শক মহলে বেশ আলোচনার জন্ম দেয়।