বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্বশুরবাড়িতে মিম, হয়ে গেছে হানিমুন প্ল্যান

  •    
  • ৭ জানুয়ারি, ২০২২ ২০:২৯

কেন যাচ্ছেন, এ প্রশ্ন করার অবকাশ থাকে না। নবদম্পতি বিয়ের পরপরই কেন দেশের বাইরে যাচ্ছেন, সেটা বুঝতে বাকি থাকার কথা না। ঠিকই ধরেছেন পাঠক, তারা যাচ্ছেন হানিমুনে।

জানুয়ারি ৪, সাত পাকে বাঁধা পড়েন মিম। বর সনি পোদ্দার, বাড়ি কুমিল্লা। বিয়ের আনুষ্ঠানিকতার পর এখন কুমিল্লাতেই আছেন ঢাকাই সিনেমার এ অভিনেত্রী। সময় কাটাচ্ছেন শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে।

বেশি দিন থাকতে পারবেন না। নিউজবাংলাকে জানালেন দুই-এক দিনের মধ্যেই ঢাকা ফিরবেন তিনি।

মিম বলেন, ‘কুমিল্লায় আছি। এখানে অন্যরকম সময় কাটছে। শ্বশুরবাড়িতে বেশি দিন থাকার সুযোগ নেই। ঢাকায় বেশ কিছু কাজ রয়েছে।’

কথা বলার সময় কাশছিলেন মিম। বোঝাই গেল এ শীতে ঠাণ্ডা লাগিয়ে ফেলেছেন অভিনেত্রী। ঠাণ্ডা লাগুক আর যাই হোক, দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করেছেন নবদম্পতি।

মিম বলেন, ‘১১ তারিখে দেশের বাইরে যাচ্ছি।’ কোন দেশে যাচ্ছেন জানতে চাইলে বলেন, ‘মালদ্বীপ’।

কেন যাচ্ছেন, এ প্রশ্ন করার অবকাশ থাকে না। নবদম্পতি বিয়ের পরপরই কেন দেশের বাইরে যাচ্ছেন, সেটা বুঝতে বাকি থাকার কথা না। ঠিকই ধরেছেন পাঠক, তারা যাচ্ছেন হানিমুনে।

মিম জানান, চার দিনের হানিমুন পরিকল্পনা করেছেন মিম-সনি। আর হানিমুন পর্ব শেষ করেই ফিরবেন শুটিংয়ে।

মিম বলেন, ‘দেশে আসার পর টানা সিনেমার শুটিং রয়েছে আমার।’

গত বছরের ১০ নভেম্বর আংটি বদল হয় মিম এবং সনি পোদ্দারের। সনি একজন ব্যাংক কর্মকর্তা। ছয় বছর সম্পর্কে থাকার পর বিয়ে হলো তাদের।

এ বিভাগের আরো খবর