এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন টালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সোহম চক্রবর্তী। একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও আক্রান্ত।
এক টুইট বার্তায় এ তথ্য নিজেই জানিয়েছেন অভিনেতা।
সোহম লেখেন, ‘আমি এবং আমার পরিবারের সদস্যদের কোভিড পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা সবাই হোম আইসোলেশনে আছি। অনুগ্রহ করে নিরাপদ থাকুন, মাস্ক পরুন এবং কোভিড সতর্কতামূলক নির্দেশনা মেনে চলুন।’
এ নিয়ে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলেন সোহম। ২০২০ সালের সেপ্টেম্বরেও একবার আক্রান্ত হয়েছিলেন এ অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী টালিউডে করোনায় আক্রান্তের তালিকা বেশ দীর্ঘ হচ্ছে। এর আগে বুধবার এক দিনেই আক্রান্ত হন জনপ্রিয় ছয় তারকা। তাদের মধ্যে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেব।
এদিকে তাদের আগে আক্রান্তের খবর পাওয়া যায় টালিউডের দুই নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর।