দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েও দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার সন্ধ্যায় এক স্ট্যাটাস দিয়ে এ কথা নিজেই জানিয়েছেন কবি।
শ্রীজাত লেখেন, ‘দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকার পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। যারা গত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন।
‘আর হ্যাঁ, এই কদিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে জন্য মার্জনাপ্রার্থী।’
কবিতার জন্য পশ্চিমবঙ্গ তো বটেই, বাংলাদেশের কবিতাপ্রেমীদের কাছেও ব্যাপক জনপ্রিয় শ্রীজাত।
শ্রীজাত লেখক ও কবি হিসেবে পরিচিত হলেও তার লেখা ও গাওয়া গান এবং অভিনয়েও মুগ্ধ তার অনুরাগীরা।
নানা গুণের অধিকারী শ্রীজাত গত বছর জুনে সিনেমা পরিচালনার ঘোষণাও দিয়েছিলেন।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কলকাতায় করোনা সংক্রমণ বেড়েছে প্রায় ১০ গুণের বেশি। আক্রান্ত হচ্ছেন টালিউডের তারকারাও।
এরই মধ্যে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী পার্ণো মিত্রসহ বেশ কয়েকজন।