করোনা পরিস্থিতির কারণে মুক্তি স্থগিত করতে হয়েছে বাহুবলির নির্মাতা রাজমৌলির বহুল আলোচিত বিগ বাজেটের সিনেমা আরআরআর-এর।
আগামী ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। আর তা ঘিরেই চালানো হয় ব্যাপক প্রচারণা। এই প্রচারণা চালাতে মোটা অঙ্কের খরচ করেছেন নির্মাতারা।
কিন্তু হঠাৎ করেই মুক্তি স্থগিত হয়ে যাওয়ায় সেই পুরো টাকাটাই ক্ষতি হলো আরআরআর-এর নির্মাতাদের।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জানা গেছে সিনেমাটির প্রচারণার জন্য ইতোমধ্যেই ১৮ থেকে ২০ কোটি রুপি খরচ করে ফেলেছেন নির্মাতারা। যা বাংলাদেশি টাকায় ২০ কোটি ৭০ লাখ থেকে ২৩ কোটি টাকারও কিছু বেশি। আর এই বিপুল পরিমাণ অর্থই ক্ষতি হলো নির্মাতাদের।
‘আরআরআর’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত
আরআরআর-এ অভিনয় করেছেন রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগনসহ আরও অনেক তারকা।
ভারতে ফের করোনা বৃদ্ধি পাওয়ায় দিল্লিসহ দেশটির বিভিন্ন প্রান্তে সিনেমা হল সম্পূর্ণ বন্ধ। আবার কোথাও ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা রাখার ঘোষণা দেয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে বলিউডের বেশ কিছু ছবির মুক্তি স্থগিত হয়েছে। স্থগিত হয়েছে শাহিদ কাপুরের জার্সি সিনেমার মুক্তি।
সম্প্রতি অফিশিয়াল এক বিবৃতিতে আরআরআর–এর নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, ‘দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের পর কিছু পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে গিয়েছে। যেহেতু আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যেই সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই আমাদের হাতে আর কোনো রাস্তাই অবশিষ্ট নেই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগ ফের আমরা ফিরিয়ে আনব সঠিক সময়ে। আনবই।’