বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তবে কি সিঁদুর উঠছে মিমের সিঁথিতে?

  •    
  • ৩ জানুয়ারি, ২০২২ ২২:৫৫

গত বছরের ১০ নভেম্বর আংটি বদল হয় মিম এবং সনি পোদ্দারের। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন দুই পরিবারের সদস্য এবং খুব কাছের মানুষরা।

জোর গুঞ্জন, বিয়ের পিঁড়িতে বসছেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঘনিষ্ঠ সূত্রের বরাতে দেশের কিছু সংবাদমাধ্যম খবরও প্রকাশ করেছে। যেখানে বলা হচ্ছে, সনাতন ধর্ম মতে মঙ্গলবার দুপুরে হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

সোমবার দুপুর থেকে এমন খবর চাউর হওয়ার কয়েক ঘণ্টা পর অর্থাৎ সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পাওয়া যায়। যেটি পোস্ট করেছেন দেশের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।

ছবিতে নীল-সোনালি রঙা লেহেঙ্গা পরে মিম এবং একই রঙা অর্থাৎ ম্যাচিং করা পাঞ্জাবি পরে আছেন মিমের স্বামী সনি পোদ্দার। তাদের সঙ্গে নিয়ে সেলফি তুলেছেন বিপ্লব সাহা।

ছবিটি কি বিয়ের কোনো আনুষ্ঠানিকতার, নাকি আগের কোনো ছবি, জানতে যোগাযোগ করা হয় বিপ্লব সাহার সঙ্গে।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘আসলে এটি ওদের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে আমার মন্তব্য করা ঠিক না। এটা বিয়ের আনুষ্ঠানিকতার ছবি না আগের ছবি, এসব নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা ওদের ব্যাপার, নিশ্চয়ই ওরা বিষয়টি জানাবে।’

বিপ্লব এও জানান, মিম একটি অনুষ্ঠানে আছে, সেটি শেষ হলে হয়তো তার সঙ্গে ফোনে কথা বলা সম্ভব হবে।

অন্যদিকে মিমের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যার দিকে মিমকে ফোন করলে অন্য কেউ ফোনটি রিসিভ করে জানান, রাত ১০টার পর ফোন করতে।

তবে রাত ১০টার পর একাধিকবার ফোন করলেও তা রিসিভ করেননি মিম।

গত বছরের ১০ নভেম্বর আংটি বদল হয় মিম এবং সনি পোদ্দারের। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন দুই পরিবারের সদস্য এবং খুব কাছের মানুষরা।

সনি পোদ্দারের বাড়ি কুমিল্লা এবং তিনি একজন ব্যাংক কর্মকর্তা। ছয় বছর সম্পর্কে থাকার পর বাগদান হয় তাদের।

এ বিভাগের আরো খবর