করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, সেই বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৮ ডিসেম্বর থেকে করোনায় আক্রান্ত অভিনেত্রী। এর পর থেকেই কোয়ারেন্টিনে রয়েছেন এবং বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) বিধিনিষেধ মেনে চলছেন তিনি।
তার মুখপাত্র বিবৃতিতে আরও জানান, সমস্ত প্রটোকল মেনে নোরা কোয়ারেন্টিনে রয়েছেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।
এছাড়াও তার মুখপাত্র জানান, গতকাল থেকে অভিনেত্রীর যে ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলো আগের ইভেন্টের। কয়েকদিন ধরে কোথাও যাননি নোরা।
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ছবি: ইনস্টাগ্রাম
অল্প কয়েকদিনের মধ্যেই বলিউডের বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার জানা যায় দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন অর্জুন কাপুর। একই সঙ্গে তার ছোট বোন অংশুলা কাপুরও আক্রান্ত।
একই দিনে খবর পাওয়া যায় স্বামীসহ করোনায় আক্রান্ত সোনম কাপুরের ছোট বোন প্রযোজক রিয়া কাপুর।
এদিকে দিন কয়েক আগেই করোনা মুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তার বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরা।