বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অঝোরে কাঁদলেন পরিণীতি

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২১ ২০:৪১

সম্প্রতি টিভি রিয়েলিটি শো ‘হুনারবাজ–দেশ কি শান’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সেখানে এক প্রতিযোগীর জীবন সংগ্রামের গল্প শুনে ডুকরে কেঁদে ওঠেন তিনি।

টিভি রিয়েলিটি শোতে প্রতিযোগীদের দুঃসময়ের কথা শুনে বিচারকদের কেঁদে ফেলার ঘটনা কম নেই, তবে এ যেন বাঁধ মানছে না একেবারেই।

বিচারকের আসনে বসে এক প্রতিযোগীর জীবনসংগ্রামের কাহিনি শুনে ডুকরে কেঁদে ভাসালেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।

সম্প্রতি টিভি শো ‘হুনারবাজ–দেশ কি শান’ অনুষ্ঠানে ঘটেছে এমন এক ঘটনা। সেখানে বিচারক হিসেবে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

অনুষ্ঠানে অংশ নেয়া এক প্রতিযোগী স্টেজে উপস্থাপনা করেন অসাধারণ সব স্টান্ট ও জিমন্যাস্ট। তা দেখে যেন পলক পড়ছে না বিচারকদের। ঠিক এর পরে সেই প্রতিযোগীর দুঃসময়ের কথা শুনেই কেঁদে ফেলেন পরিণীতি।

ভেজা চোখে সেই প্রতিযোগী জানান, মুম্বাই এসে অনেক সংগ্রাম করেছেন তিনি। থাকার জায়গা ছিল না, গাছতলায় থাকতেন। খাওয়া তো দূরের কথা, ভগবানকে বলতেন কেউ যেন খাবারের জন্য একটু জিজ্ঞেস করে। তাছাড়া কিছু টাকা দিক ঘরে ফিরে যাওয়ার জন্য।

প্রতিযোগীর সেই কথাগুলো শুনে নিজেকে আর সামলাতে পারেননি অভিনেত্রী। ডুকরে কেঁদে ফেলেন তিনি।

পরিণীতিকে সামলানোর চেষ্টা করেন আরেক বিচারক করণ জোহর। সবাই যেন বাকরুদ্ধ সেই প্রতিযোগীর জীবনসংগ্রামের গল্প শুনে।

কাঁদতে কাঁদতেই পরিণীতি বলেন, ‘অনেক স্বচ্ছ মনের মানুষ আছে, তাদের কষ্ট দেখলে আমার হৃদয় ভেঙে যায়।’

পরিণীতি-করণ জোহর বাদেও এ অনুষ্ঠানে আরেক বিচারকের আসনে রয়েছেন মিঠুন চক্রবর্তী।

এ বিভাগের আরো খবর