কদিন আগেই মুক্তি পেয়েছে ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে নির্মিত বলিউড সিনেমা আতরাঙ্গি রে। ইতোমধ্যেই বেশ প্রশংসাও কুড়িয়েছে সিনেমাটি।
সারা ও ধানুশ তো বটেই, খুব অল্প সময়ের জন্য অক্ষয়ের উপস্থিতিও বাহবা পেয়েছে।
এই সিনেমায় সারার অভিনয় দেখে তার মা অমৃতা সিং এবং বাবা সাইফ আলি খান এতটাই অভিভূত যে দুজনেই কেঁদে ফেলেছেন। মেয়ের অভিনয়ে দুজনেই ভীষণ খুশি।
পাশাপাশি সারার ছোট ভাই ইব্রাহিমও গর্বিত বোনের অভিনয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
মা অমৃতা সিংয়ের সঙ্গে সারা। ছবি: সংগৃহীত
ভারতীয় এক সংবাদমাধ্যমে দেয়া সেই সাক্ষাৎকারে সারা বলেন, ‘আমার মা বরাবরই আবেগপ্রবণ। তাই এই সিনেমা দেখে তিনি যে আবেগ ধরে রাখতে পারবেন না, সেটা আমি আগে থেকেই জানতাম, হয়েছেও তাই। অন্যদিকে, বাবা এমনিতে ভীষণ শক্তপোক্ত মনের একজন মানুষ। আর তার ওপর ভীষণ রুচিবান। সেই তিনিও এই সিনেমাতে আমার অভিনয় দেখে কেঁদে ফেলেছেন।’
বাবা সাইফ আলি খানের সঙ্গে সারা। ছবি: সংগৃহীত
সেই সাক্ষাৎকারে সারার কাছে জানতে চাওয়া হয়েছিল সিনেমাটি দেখে তার ছোট ভাই ইব্রাহিমের প্রতিক্রিয়া কেমন ছিল?
সেই জবাবে সারা বলেন, ‘ইব্রাহিমের সঙ্গে আমার খুনসুটি লেগেই থাকে। হাসি-তামাশা চলতেই থাকে আমাদের দুই ভাইবোনের মধ্যে। সেই ইব্রাহিমও এই সিনেমায় আমার অভিনয় দেখে জানিয়েছে, সে আমার জন্য ভীষণ গর্বিত। এ কথা আমাকে বলার পাশাপাশি অন্যদেরও সে জানিয়েছে সমানভাবে। এটুকু বলতে পারি, ব্যাপারটা আমার কাছে ভীষণ স্পেশাল।’
ছোট ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে সারা। ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় পরিচালক আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমাটি ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।
এতে রিঙ্কু সূর্যবংশীর ভূমিকায় অভিনয় করেছেন সারা আলি খান। অন্যদিকে সারার প্রেমিক সাজাদের চরিত্রে অক্ষয় কুমার এবং স্বামী বিষ্ণুর ভূমিকায় ছিলেন ধানুশ।