২০১৭ সালের কথা। জীবনানন্দ দাশের স্ত্রী ‘লাবণ্য’-এর চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান, এমন সংবাদ প্রকাশ পায় ভারতীয় সংবাদমাধ্যমে। সিনেমার নাম ঝরা পালক। জয়ার চরিত্রটির একটি লুকও প্রকাশ পায় তখন।
শুটিংয়ের সময় জয়া বলেছিলেন, ‘জটিল চরিত্র। স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে গ্রে এরিয়া ছিল। সেটাই দেখানোর চেষ্টা করছি। খুব ভাল লাগছে কাজটা।’
এরপর অনেকটা সময় পার হয়ে গেছে। করোনা আঘাত হেনে এখন আবার নিয়ন্ত্রণেও চলে এসেছে। আরও অনেক কিছুই যাওয়া-আসার মধ্যে, যেটা এলো সেটা হচ্ছে সিনেমার ট্রেলার। শনিবার সন্ধ্যায় প্রকাশ পায় এটি। যেখানে নানাভাবে ধরা দিয়েছেন লাবণ্য।
জীবনানন্দ দাশের বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু ও রাহুল। সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়।
‘ঝরা পালক’ চলচ্চিত্রে কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্যের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ছবি: সংগৃহীত
সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে অভিনেতা ব্রাত্য বসু জানিয়েছেন, ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখা যাবে।
ব্রাত্য বসু ভারতীয় সংবাদমাধ্যমে সম্প্রতি বলেছেন, ‘জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশের লেখক শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’ উপন্যাস আমাকে অনেক সাহায্য করেছে।’
‘ঝরা পালক’-এর ট্রেলারে জয়া আহসান ও ব্রাত্য বসু। ছবি: সংগৃহীত
প্রথমবার জয়ার সঙ্গে কাজ করলেন ব্রাত্য। অভিনেত্রীকে নিয়ে অভিনেতার অভিজ্ঞতা হলো, ‘কবির দাম্পত্যে যে নির্জনতা ও ভায়োলেন্স ছিল, সেটা পর্দায় আমার আর জয়ার রসায়নে প্রতিফলিত হয়েছে।’
সিনেমাটিতে কবি সজনীকান্ত দাসের চরিত্রে দেবশঙ্কর হালদার, কবি বুদ্ধদেব বসুর চরিত্রে কৌশিক সেন ও কাজী নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত।