২০২১ সালের অনেক ধাক্কা লাগা খবরের মধ্যে অন্যতম ছিল ভারতের তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থা প্রভুর বিচ্ছেদ। দক্ষিণী চলচ্চিত্রের এ আদর্শ দম্পতির সম্পর্কটা এভাবে ভেঙে যাবে তা ভক্তরা একেবারেই মেনে নিতে পারছিলেন না।
কেন ভাঙল তাদের সংসার? তা নিয়ে কোনো পরিষ্কার জবাব পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় দ্য ফ্যামিলি ম্যান সিরিজে সামান্থার যৌন দৃশ্যে অভিনয় করাটা মেনে রিতে পারেননি নাগা। আর সে জন্যই তাদের আলাদা হয়ে যাওয়া।
বিচ্ছেদের খবর আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম ট্রোল হয়েছেন সামান্থা-নাগা। সামান্থাকে নিয়ে ট্রোল-সমালোচনা অনেক বেশি।
সম্প্রতি আবারও তেমন একটি ঘটনা ঘটেছে এবং এবারও কুৎসিত ট্রোলের শিকার সামান্থা।
টুইটারে সামান্থাকে গালি এবং সামান্থার জবাব। ছবি: সংগৃহীত
এক টুইটার ইউজার অভিনেত্রীকে ‘গোল্ড ডিগার’ বলে গালি দিয়েছেন। টুইটার ইউজার লিখেছেন, ‘সামান্থা ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম, যে কিনা একজন ভদ্রলোকের কাছ থেকে ট্যাক্স ফ্রি ৫০ কোটি রুপি ডাকাতি করেছেন।’
এমন বাজে মন্তব্য এড়িয়ে যেতে পারতেন সামান্থা, কিন্তু যাননি তিনি। ট্রোলের জবাব দিয়েছেন। এমন গালির পর সামান্থা যে জবাব দিয়েছেন তাতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
জবাব দিতে গিয়ে ধৈর্যশীলতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সামান্থা। সামান্থা উত্তরে লেখেন, ‘সৃষ্টিকর্তা তোমার আত্মাকে আশীর্বাদ করুন।’
গত ২ অক্টোবর চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন নাগা-সামান্থা। যৌথ বিবৃতিতে তারা লেখেন, ‘অনেক আলোচনা এবং চিন্তাভাবনার পর আমি এবং নাগা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই কঠিন সময়ে আশা করি আমাদের শুভানুধ্যায়ী, বন্ধু এবং সংবাদমাধ্যম আমাদের সমর্থন করবে এবং গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।’