জয়া আহসানকে তো সবাই চেনেন। শুধু বাংলাদেশেই না, কলকাতাতেও জনপ্রিয় তিনি। দারুণ সব গল্পে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের।
অন্যদিকে মহসিনা আক্তারকে অনেকে হয়তো চিনছেন না। তবে তিনি তার ক্ষেত্রে দাপুটে শিল্পী। মহসিনা মঞ্চের অভিনেত্রী।
যারা সৈয়দ জামিলের ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটকটি মঞ্চে দেখেছেন, তারা জানবেন। নাটকটিতে তার পারফরমেন্সের প্রশংসা করেননি, এমন দর্শক ও বোদ্ধা পাওয়া যাবে না। অভিব্যক্তি, সংলাপ ও শারীরিক ভাষায় তিনি অতুলনীয়।
এই দুই গুণী অভিনেত্রী অভিনয় করেছেন একই সিনেমায়। এক বছরেরও বেশি সময় আগে জয়া নিজেই ঘোষণা দিয়েছিলেন তার প্রযোজিত এবং পিপলু আর খান পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমার। সেই সিনেমাতে আছেন মহসিনাও।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই। বিষয়টি জানতে জয়াকে হোয়াটস অ্যাপে খুদে বার্তা পাঠালে উত্তরে তিনি জবাব দেন, ‘হ্যাঁ’।
সিনেমাটি এখন কী পর্যায়ে আছে জানতে চাওয়া হয়েছিল কিন্তু তার উত্তর পাওয়া যায়নি।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর সিনেমাটি নিয়ে জয়ার ফেসবুক স্ট্যাটাসটি ছিল এমন-
‘বেশি বলা বারণ। তাই কথা না বাড়িয়ে পাঁচখানা ছবি দিলাম আমার দর্শকদের জন্য। আমার আগামী ছবির আগমনী বার্তা। পিপলু আর খান এর ২য় ছবি, কিন্তু প্রথম কাহিনীচিত্র। আপাতত নামহীন, গোত্রহীন সাকুল্যে ৬ সপ্তাহের যাত্রা। তার মধ্যে ১৫ দিনে একটি ফিচার ফিল্ম এর শুটিং করে ফেললাম।
‘প্যানডেমিক এর মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর শঙ্কায় দিনগুলো কাটাচ্ছিলাম, পরিচালক ফোনে বললেন, ‘‘চলেন ছোট করে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলি।’’ তারপর গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ নানা কারণে পরে সেটা ফিচার ফিল্ম হয়ে গেলো!'
জীবনের খণ্ড খণ্ড না-বলা অনুভূতির কথাই উঠে আসবে সিনেমায়। সিনেমাটি প্রযোজনা করেছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি তে সিনেমা।
পিপলু আর খান ও নুসরাত মাটির চিত্রনাট্য করেছেন সিনেমাটির।