দেশের সিনেমায় প্রথমবারের মতো যুক্ত হয়েছেন ভারতের খ্যাতিমান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। সিনেমার নাম প্রজেক্ট অমি। এটি পরিচালনা করছেন উধাও খ্যাত পরিচালক অমিত আশরাফ।
সিনেমায় নাসিরউদ্দিন শাহর যুক্ত হওয়ার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পরিচালক।
তিনি বলেন, ‘গত সপ্তাহে তিনি কনফার্ম করেছেন। আমরা ভিডিও চ্যাটে কথা বললাম। আমরা এর আগে তার সঙ্গে তার চরিত্র নিয়ে কথা বলেছি।’
সিনেমায় নাসিরউদ্দিনের চরিত্র জানতে চাইলে পরিচালক অমিত আশরাফ বলেন, ‘সেটা এখনই বলছি না। তবে তিনি অনেকটা গুরু, টিচার, ফাদার ফিগার টাইপের চরিত্রে অভিনয় করবেন।’
অমিত জানান, মে থেকে শুরু হবে শুটিং, এখন পুরোদমে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
সিনেমায় বাংলাদেশের অভিনয়শিল্পীও থাকবেন। গুরুত্বপূর্ণ একটি নারী চরিত্রে ব্রিটিশ একজন অভিনেত্রী থাকতে পারেন বলে জানান পরিচালক। এটি মূলত বাংলাদেশ-ইউকে কো-প্রোডিউসিং সিনেমা।
প্রোজেক্ট অমি একটি সাই-ফাই সিনেমা। এখানে অমি হলো মূল চরিত্র। যে বয়সে তরুণ এবং তাকে সিনেমায় আসল ও থ্রি-ডি চরিত্রে দেখা যাবে।
সিনেমাটি নিয়ে অনেক আগে থেকে কাজ করছেন অমিত আশরাফ। ২০১৮ সালে এর কিছু ভিডিও তিনি শেয়ার করেছিলেন ফেসবুকে।
এ বিষয়ে অমিত আশরাফ বলেন, ‘তখন ওটা খুব প্রি-ম্যাচিউর অবস্থায় ছিল। সেই স্ক্রিপ্ট পরিবর্তন হয়েছে। এখন অনেক কনফিডেন্ট প্রোজেক্ট এটি। তখন কিছু ভিডিও বানিয়েছিলাম প্রোডিউসারদের দেখানোর জন্য।’
প্রজেক্ট অমি সিনেমার পরিচালক অমিত আশরাফ। ছবি: সংগৃহীত
অমিত আশরাফ ই-মেইলের মাধ্যমে জানান, প্রোজেক্ট অমি বাংলাদেশের প্রথম ফিউচারিস্টিক সাই-ফাই ফিচার ফিল্ম। ভারতীয় মেগাস্টার নাসিরউদ্দিন শাহ ছাড়াও সিনেমায় চূড়ান্ত হয়েছেন দেশের শান রহমান। ২০৫০ সালের আবহে তৈরি গল্পটি একজন হ্যাকার এবং ডিজিটাল শিল্পীকে নিয়ে।
অমিত আশরাফ জানান, প্রোডাকশন টিম নেটফ্লিক্সের আই অ্যাম মাদার দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রোজেক্ট অমির জন্য কিছু কার্যকরী রোবট স্যুট তৈরি করছে।
২০২২ সালের মাঝামাঝি পুরান ঢাকায় চিত্রগ্রহণ শুরু হবে এবং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সিনেমাটিক প্রকল্পগুলোর মধ্যে একটি হতে চলেছে বলে দাবি পরিচালকের।