বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওয়েব সিনেমায় আহমেদ রুবেল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ ডিসেম্বর, ২০২১ ২১:৪৯

এতে আরও অভিনয় করছেন সাজ্জাদ, সামিনা বাশার, সেমন্তী সৌমি। মোনা হরর ও থ্রিলার ঘরনার একটি জার্নির সিনেমা।

এবার ওয়েব সিনেমায় যুক্ত হলেন অভিনেতা আহমেদ রুবেল। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব সিনেমা মোনা তে দেখা যাবে তাকে। প্রযোজনা প্রতিষ্ঠানটি তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, মোনা তে যুক্ত হলেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল। এতে আরও থাকবেন দীপা খন্দকার। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তারিক আনাম খান।

জামালপুরের ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাওয়া মোনা এর শুটিং শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। কোথায় হবে শুটিং, তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি।

এটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। গুণী অভিনয়শিল্পী ছাড়াও একঝাঁক নতুন অভিনয়শিল্পী আছেন ওয়েব সিনেমাটিতে।

ওয়েব সিনেমা ‘মোনা’তে অভিনয় করবেন সামিনা বাশার (বাঁয়ে) সাজ্জাদ ও সেমন্তী সৌমি (ডানে)। ছবি: সংগৃহীত

এতে আরও অভিনয় করছেন সাজ্জাদ, সামিনা বাশার, সেমন্তী সৌমি। মোনা হরর ও থ্রিলার ঘরনার একটি জার্নির সিনেমা।

এর গত জুলাইয়ে চারটি ওয়েব বানানোর ঘোষণা দিয়েছিল জাজ। সেই সিরিজগুলো নাম- অনুপাপ, পাপ, বারুদ ও খোঁজ।

এ বিভাগের আরো খবর