সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা শ্রাবণ জোৎস্নায়। ২০২০-২১ অর্থ বছরে অনুদান পায় ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এ সিনেমা। এটি পরিচালনা করছেন আব্দুস সামাদ খোকন।
অক্টোবরে শুরু হয় সিনেমার শুটিং। এরই মধ্যে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে নিউজবাংলাকে জানান পরিচালক।
তিনি বলেন, ‘এখন শুটিং করছি না। শীতে সিনেমাটির শুটিং করব না, কারণ কুয়াশা পড়া শুরু হয়ে গেছে; সিনেমায় এটা দরকার নেই। এ ছাড়া নদীতে পানিও কমে গেছে। সিনেমার জন্য নদীতে পানি প্রয়োজন। সব মিলিয়ে জানুয়ারিতে হবে পরের অংশ।’
সিনেমার দৃশ্যে দীঘি ও গাজী আবদুন নূর। ছবি: সংগৃহীত
সিনেমায় অভিনয় করছেন দীঘি, গাজী আবদুন নূর, বাপ্পা সান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন তার ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাসে আমেরিকায় বড় হয়ে ওঠা প্রভাবশালী বাঙালি ছেলে নাবিল আর গ্রামের অতি সরল নিরীহ এবং পরোপকারী পুরুষ শুভর মাঝখানে দাঁড় করেছেন সুন্দরী মেয়ে মৌ-কে।
নাবিল হবু বর হলেও শুভর প্রেমে পড়ে যায় মৌ। এমন কাহিনিতেই গড়ে উঠেছে সিনেমার গল্প।