মিস ইউনিভার্সের ৭০তম আসরের মুকুট উঠেছে ভারতের ২১ বছর বয়সী তরুণী হারনাজ সান্ধুর মাথায়। আর এর মধ্য দিয়েই ২১ বছর পর বিশ্বসুন্দরীর মুকুট এসেছে ভারতের মাটিতে।
এর আগে দুবার মিস ইউনিভার্স পেয়েছে ভারত। ২০০০ সালে লারা দত্তের আগে ১৯৯৪ সালে এই মুকুট পরেন সুস্মিতা সেন। এবার তাদের সঙ্গে নাম বসালেন পাঞ্জাবের মেয়ে হারনাজ।
মিস ইউনিভার্সের মুকুটজয়ী পাঞ্জাবের মেয়ে হারনাজ সান্ধু। ছবি: সংগৃহীত
৭৯টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে ছিনিয়ে এনেছেন বিশ্বসুন্দরীর এ মুকুট। হারনাজের এ মুকুটের মূল্য ৫ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪৩ কোটি টাকা।
এক কেজি ওজনের এ মুকুটটিতে বসানো রয়েছে ১ হাজার ৭২৫টি হীরা।
২১ বছর বয়সে মিস ইউনিভার্সের মুকুট জয় করেছেন হারনাজ। ছবি: সংগৃহীত
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এর আগে কোনো বিশ্বসুন্দরীর মাথায় এত মূল্যের মুকুট ওঠেনি।
ইসরায়েলের ইলাত শহরে বসেছিল ২০২১ মিস ইউনিভার্সের ফাইনাল আসর। প্রতিযোগিতায় প্যারাগুয়ে ও সাউথ আফ্রিকার দুই তরুণীকে পেছনে ফেলে হারনাজ জয় করেন বিশ্বসুন্দরীর মুকুট।