বিজয়ের সৌরভ পৃথিবীর আনাচকানাচে পৌঁছে দেয়ার অভিপ্রায় ব্যক্ত করে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পুরোনো একটি ভিডিও পোস্ট করে এ শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধে একটি লাল গোলাপ দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শাকিব।
এরপর তিনি বলেন, ‘এই বিজয় দিবসে আমাদের দৃঢ় শপথ হবে, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে, নিজেদের প্রতিটি সেক্টরে বিজয়ী হওয়া।
‘১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধারা আমাদের হাতে যে বিজয় তুলে দিয়েছেন, সেই বিজয়ের সৌরভ আমরাই পৌঁছে দেব পৃথিবীর আনাচকানাচে, বাংলাদেশ নামের একটি ফুলের গন্ধে সুরভিত হোক গোটা পৃথিবী। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’
নভেম্বর মাস থেকে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব। সে দেশে একটি সিনেমার শুটিং করে সেখানেই মুক্তি দেয়ার পরিকল্পনা তার। জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন তিনি।