ঋতুচক্রসংক্রান্ত স্বাস্থ্যবিধি ও স্তন ক্যানসারকে সামনে রেখে নারীদের উন্নতিতে কাজ করবেন বলে জানিয়েছেন সদ্যই মিস ইউনিভার্সের মুকুটজয়ী ভারতীয় তরুণী হারনাজ সান্ধু।
ভারতের এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান হারনাজ।
তিনি জানান, তার মা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এ নিয়ে কাজ করতে মা-ই তার অনুপ্রেরণা।
হারনাজ বলেন, ‘আমি চিরকৃতজ্ঞ এবং সবার ভালোবাসা ও আশীর্বাদে আমার হৃদয় পরিপূর্ণ। আমি এই প্ল্যাটফর্মকে কাজ লাগিয়ে এমন বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই যেগুলো সম্পর্কে আমাদের সবার ওয়াকিবহাল হওয়া উচিত।’
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় র্যাম্পে হাঁটার সময় হারনাজ সান্ধু। ছবি: সংগৃহীত
বলিউড বা হলিউডে কাজ করা নিয়েও নিজের ভাবনার কথা জানান হারনাজ। দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চান তিনি। আর এর সাহায্যেই সমাজের গতানুগতিক ভাবধারাগুলোকে ভাঙতে চান এ বিশ্বসুন্দরী।
তিনি বলেন, ‘আমি শুধু বলিউড না, হলিউডের অংশ হতে পছন্দ করব। এর মাধ্যমে আমি সমাজের গতানুগতিক ভাবধারাগুলোকে ভাঙব। আমার মনে হয় একবিংশ শতকের মানুষ সিনেমা ও ওয়েব সিরিজ দেখে বেশ অনুপ্রাণিত হন, ফলে আমি মানুষকে অনুপ্রাণিত করতে পছন্দ করব ও তাদের সঙ্গে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলব, যা সমাজ থেকে দূর হওয়া উচিত।’
বিভিন্ন সময় প্রতিযোগিতায় র্যাম্প মডেলিংয়ে অংশ নেন হারনাজ সান্ধু। ছবি: সংগৃহীত
গত সোমবার ইসরায়েলের ইলাত শহরে বসেছিল মিস ইউনিভার্সের ৭০তম আসর। ২১ বছর পর ভারতের হয়ে এবার বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন ২১ বছর বয়সী হারনাজ সান্ধু।