বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘আনন্দ প্রতিমা’ সাজে জয়া আহসান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ ডিসেম্বর, ২০২১ ১৮:০১

জয়াকে নিয়ে বিশেষ এ আয়োজনের নাম রাখা হয়েছে ‘রচেছি আনন্দ প্রতিমা’। এর আগে কলকাতার আরেক ম্যাগাজিন আনন্দলোকের কাভার গার্ল হয়েছিলেন এ অভিনেত্রী।

“পরিণয়ের প্রাক্কালে খুশির রোশনাই, রঙের উজ্জ্বল্য, উদযাপনের অতিশয্য। সেই রেশ ধার করে ‘আনন্দ’ সাজে অভিনেত্রী জয়া আহসান।”

লাইনগুলো লেখা কলকাতার নামকরা ম্যাগ্যাজিন ‘সানন্দা’ এর ফ্যাশন বিভাগের ছবির পাশে। ছবিটি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। ম্যাগাজিনটির জন্য মডেল হয়েছেন তিনি।

জয়াকে নিয়ে বিশেষ এ আয়োজনের নাম রাখা হয়েছে ‘রচেছি আনন্দ প্রতিমা’। এর আগে কলকাতার আরেক ম্যাগাজিন আনন্দলোকের কাভার গার্ল হয়েছিলেন এ অভিনেত্রী।

সানন্দার মডেল হয়ে জয়া পরেছেন উজ্জ্বল রংয়ের শাড়ি। ভরাট কাজল, কপালে ছোট লাল টিপ, পরিপাটি করে বাঁধা চুল; গয়নার আধিক্য নেই, যা আছে তাতে জয়া হয়ে উঠেছেন আরও বনেদি।

কানে, গলায়, হাতে ছাড়াও গয়না রয়েছে কোমরে। টপলেস সাজে জয়াকে রূপায়ণ করেছেন মধুরিমা সিংহ রায় ও মৌমিতা সরকার।

জয়া বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। মূলত তিনি ঘুরতে গিয়েছিলেন। দেশে ফিরেই তিনি হাতে পেয়েছেন প্রাণবিক বন্ধু সম্মাননা।

এ বিভাগের আরো খবর