গত ৭ ডিসেম্বর রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে বসেছে বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আসর।
তিন দিনের অনুষ্ঠানে প্রথম দিন হয়েছে সংগীত অনুষ্ঠান, ৮ ডিসেম্বর নাচে-গানে জমকালো মেহেদি অনুষ্ঠান সেরেছেন তারা। আজ সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি।
তবে ঠিক কোন সময়টার হিন্দু বিবাহ রীতি অনুয়াযী সাত পাকে বাঁধা পড়বেন তারা, জানা গেল সেই মুহূর্তও।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, পঞ্জাবী রীতি অনুযায়ী বিকেল ৩ টা ৪৫ মিনিটে সাত পাকে বাঁধা পড়বেন তারা।
ভিকি-ক্যাটরিনা সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। তবে কখনোই এ নিয়ে মুখ খোলেননি এই তারকা জুটি।
তবে দীপাবলির পর থেকে তাদের বিয়ের গুঞ্জন জোরাল হয়। জানা যায়, পরিচালক কবীর খানের বাড়িতে আংটি বদল সেরেছিলেন তারা। তবে বিয়ে নিয়েও আজ পর্যন্ত একটি কথাও বলেননি এ জুটি।
বিয়েতে চরম গোপনীয়তা রক্ষা করছেন এই তারকা জুটি। অনুষ্ঠানের কোনো ছবি ও ভিডিও যাতে বাইরে ফাঁস না হয়, সে জন্য অতিথিদের নানা শর্ত দেয়া হয়েছে। পাশাপাশি কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছেন তারা।
দুজনের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তাদের কাছে বর-কনের অনুরোধ, বিয়ের অনুষ্ঠানে যেন মোবাইল ব্যবহার না করেন।