দুই মাস আগেই ভারতের দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহিত জীবনের ইতি টানেন দ্য ফ্যামিলি ম্যান-টু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
বিচ্ছেদের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানান দিলেও এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কখনো মুখ খুলতে দেখা যায়নি সামান্থা রুথ প্রভু কিংবা নাগা চৈতন্যকে।
ব্যক্তিগত সম্পর্কের মর্যাদা বজায় রাখতে দুজনকেই নীরব থাকতে দেখা গেছে, তবে অনেকেই এর জন্য সামান্থাকে দায়ী করতে শুরু করেন।
আঙুল ওঠে অভিনেত্রীর চরিত্রের ওপর। গুজব রটে, সামান্থা নাকি অন্য কারও সঙ্গে সম্পর্কে ছিলেন। তিনি গর্ভপাত করিয়েছেন বলেও গুঞ্জন রটে।
এসব নিয়ে দীর্ঘ জল্পনার জবাবে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করেছিলেন অভিনেত্রী।
সেখানে সেসব গুঞ্জন অস্বীকার করে কঠিন পরিস্থিতি কাটিয়ে ফেরার জন্য নিজের মতো সময় চেয়ে নেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খোলেন অভিনেত্রী।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত
সামান্থা জানান, নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ভেবেছিলেন তিনি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবেন, কিন্তু এখন তিনি নিজেকে যথেষ্ট শক্তিশালী নারী মনে করেন। আর সে জন্য তিনি গর্ব বোধ করেন।
তিনি বলেন, ‘অনেক চিন্তা-ভাবনার পরই আমরা স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিই।’
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত
অভিনেত্রী আরও বলেন, ‘এটা ঠিক যে, একটা খারাপ সময় চলছে। এটা বুঝতে হবে। মেনে নিতে হবে। কথাও বলতে হবে। আমাকে আমার জীবনটায় এখনও বাঁচতে হবে। আর এই বেঁচে থাকার মধ্যে এ সমস্ত ঘটনার প্রসঙ্গও আসবে। ব্যক্তিগত জীবনে কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে, সেগুলো যেমন মনে রাখতে হবে, তেমনি আগামী দিনের ব্যক্তিগত জীবনটাও বাঁচাতে হবে।
‘আমার তো এখন নিজেকে দেখেই অবাক লাগে, এত শক্তিশালী আমি! আলাদা হয়ে যাওয়ার সময় ভেবেছিলাম আমি টুকরো টুকরো হয়ে মারা যাব। এমন একটা কঠিন সময় কাটানোর জন্য যতটা শক্তি দরকার, আমার মধ্যে ছিল না। আজ সত্যিই নিজের জন্য গর্ববোধ হয় যে, ওই কঠিন পরিস্থিতি আমি কীভাবে পেরিয়ে এসেছি তা ভেবে।’
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত
২০১৭ সালের অক্টোবরে বিয়ে হয়েছিল সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য আক্কিনেনির। অনেক দিন ধরেই তাদের দাম্পত্য কলহ নিয়ে বেজায় গুঞ্জন শোনা যাচ্ছিল।
তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এ দুই সুপারস্টার। গত ২ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা করেন তারা।
জনপ্রিয় দুই অভিনেতার বিবাহিত জীবনে ইতি টানার ঘটনায় দুঃখ পেয়েছেন তাদের অগণিত ভক্ত-অনুরাগী।