‘নাড়িসূত্র’র শিল্পকর্মগুলো অনেকটাই আমার স্বতন্ত্র চেতনা ও আমার ‘আমি’ ধারণা নিয়ে। এখানে শিল্পের মাধ্যমে আমি নিজের ভেতরে গিয়ে নিজেকে চেনার চেষ্টা করেছি; এভাবেই কথাগুলো বলছিলেন তরুণ চিত্রশিল্পী জিন্নাতুন জান্নাত।
সম্প্রতি রাজধানীর ইএমকে সেন্টারে ‘নাড়িসূত্র- দ্য রুটস অফ দ্য সেলফ’ শিরোনামে শুরু হয়েছে জিন্নাতুনের প্রথম একক চিত্র প্রদর্শনী।
জিন্নাতুনের ‘নাড়িসূত্র’ সিরিজটি মানুষের ‘সত্ত্বা’ ও ‘সামাজিক সত্ত্বা’র মাঝের সংযোগকে ধরার এক অপার চেষ্টা। শুধু তাই নয়, মানুষের আবেগ, অনুভূতি ও অভিব্যক্তিগুলো জানা বোঝার এক চিত্রবন্ধন বলা যাতে পারে এই শিল্পকর্মগুলোকে।
শিল্পকর্মগুলো নিয়ে জিন্নাতুন বলেন, ‘আমি আমার চারপাশের জগৎকে, সমাজকে কীভাবে দেখছি, অনুভব ও উপলব্ধি করছি, অন্যের বিভিন্ন কার্যকলাপে কীভাবে সাড়া দিচ্ছি, আমার অনুভূতি, আবেগ, স্মৃতি, প্রাপ্তি- এই সব কিছুর দৃশ্যমান উপস্থাপনা এই শিল্পকর্মগুলো।’
নিবিড় মনে শিল্পকর্ম দেখছেন এক দর্শনার্থী। ছবি: সংগৃহীত
জিন্নাতুনের চিত্রকর্মে বলিষ্ঠ রেখা ও রঙের ব্যবহার বাংলার চিত্রকলার দেশজ ঐতিহ্যের অনুপ্রেরণা নজর কাড়ছে প্রদর্শনীতে আগত শিল্পপ্রেমীদের।
প্রদর্শনীতে শিল্পীর ‘নাড়িসূত্র’ সিরিজের বাছাইকৃত প্রায় অর্ধশতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ৪১টি চিত্রকর্ম ৮টি ভাস্কর্য।
‘নাড়িসূত্র’র প্রদর্শনী ঘুরে দেখছেন আগত দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত
ধানমন্ডির ইএমকে সেন্টারে (বাড়ি-০৫, সড়ক-১৬, মাইডাস সেন্টার ভবন, ১০তম তলা) গত ৪ ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
গ্যালারি খোলা থাকবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। তবে শুক্রবার ও সরকারি ছুটিতে বন্ধ থাকবে।