নারীর প্রতি ‘অবমাননাকর’ মন্তব্য করে বিতর্কের মুখে আছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এরই মধ্যে প্রতিমন্ত্রীর ফাঁস হওয়া একটি ফোনালাপ ভাইরাল হওয়ার পর তীব্র হয়েছে সমালোচনা।
ফোনালাপে শোনা গেছে, প্রতিমন্ত্রী কথা বলছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে। মুরাদ হাসানের পুরো বক্তব্যে ছিল অজস্র অশালীন শব্দ।
কথোপকথন শুনে বোঝা যায়, প্রতিমন্ত্রী কথা বলার সময় ছিলেন রাজধানীর সোনারগাঁ হোটেলে এবং ইমন-মাহি ছিলেন বনানীতে। প্রতিমন্ত্রী ইমন ও মাহিকে তার কাছে যেতে জোর করছিলেন।
ফোনালাপটির সত্যতা নিশ্চিত করে অভিনেতা ইমন সোমবার নিউজবাংলাকে বলেন, ‘হ্যাঁ, এটা আমার কণ্ঠ, এটা আমি।’
অসহায়ত্ব প্রকাশ করে ইমন বলেন, ‘এমন কেউ (প্রতিমন্ত্রী) ফোন করলে আর কী করার থাকে। তারপরেও আপনারা শুনে থাকবেন, আমি ফোন ধরছিলাম না। দেরি করে ফোন ধরেছি। এটা অনেক কিছুর ইঙ্গিত করে।’
ঘটনাটি কবেকার জানতে চাইলে ইমন বলেন, ‘এটা ২০২০ সালের ঘটনা। আমি আর মাহি তখন ওয়াজেদ আলী সুমনের ব্লাড সিনেমার প্রস্তুতি নিচ্ছিলাম।’
মাহির সঙ্গে প্রতিমন্ত্রীর কী ধরনের কথা হয়েছে তা জানতেন না বলে দাবি করেন ইমন। ফোনালাপের একপর্যায়ে ইমনকে বলতে শোনা যায়, হোটেল সোনারগাঁ যেতে তিনি দুই মিনিটের মধ্যে নিচে নামছেন। অন্যদিকে, প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলার একপর্যায়ে মাহি ‘ওকে’ বলেন।
মাহিকে প্রতিমন্ত্রীর কাছে ইমন নিয়ে যাচ্ছেন, এমন একটি ইঙ্গিত ছিল ফোনালাপের শেষ দিকে।
তবে তা অস্বীকার করে ইমন নিউজবাংলাকে বলেন, ‘এটা আপনি বা আপনারা ভালো করেই জানেন যে আমি কোনো ঝামেলার মধ্যে নেই। আর এমন একটি কাজ আমি কীভাবে করব!’
পরে এ নিয়ে কোনো ‘সমস্যা’ হয়নি বলেও নিউজবাংলাকে জানান ইমন।
বিষয়টি নিয়ে মাহির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি স্বামীর সঙ্গে ওমরাহ করতে সৌদি আরবে আছেন। তার হোয়াটস অ্যাপ নম্বরে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।