বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকাই খাবারে মুগ্ধ প্রদীপ রাওয়াত

  •    
  • ২৯ নভেম্বর, ২০২১ ২১:৩৭

বাংলাদেশে শুটিং করতে এসে কোন জিনিসটি সবচেয়ে ভালো লাগছে, জানতে চাইলে প্রদীপ বলেন, ‘একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হলো খাবার; মিষ্টি দই, গুলাপ জামুন, রসমালাই, মাছ, বারবি চিকেন এবং সবার অনেক ভালোবাসা।’

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ভক্ত পৃথিবীজুড়েই। বাংলাদেশেও আমিরভক্তের সংখ্যা কম না। তার অভিনীত সিনেমা আসার কথা শুনলে ভারতের দর্শকদের পাশাপাশি নড়েচড়ে বসেন এ দেশের দর্শকরাও।

আমির খান অভিনীত সিনেমা গজনি-এর কথা মনে থাকার কথা অনেকের। সিনেমাটিতে আমির খানের দেহসৌষ্ঠব অবাক করেছিল দর্শকদের।

গজনি সিনেমার আরেকটি বিষয় বেশ বিস্ময়কর, সেটি হলো সিনেমার নামকরণ করা হয়েছে ভিলেনের নামে। আমির খানের সিনেমা হলেও সিনেমার নামের গুরুত্ব দেয়া হয়েছে ভিলেন নাম। আর সেই ভিলেনের চরিত্রে অর্থাৎ নাম-ভূমিকায় অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত।

গজনি সিনেমায় প্রদীপ রাওয়াত। ছবি: সংগৃহীত

হিন্দি ভাষার অনেক পরিচিত ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন প্রদীপ। অভিনয় করেছেন ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্রেও।

সেই গজনির প্রদীপ রাওয়াত অভিনয় করছেন বাংলাদেশ-তুরস্কের যৌথ প্রযোজনার সিনেমা নেত্রী- দ্য লিডার-এ।

শুটিং করার ফাঁকে ২৪ নভেম্বর তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। অনুভূতি জানিয়ে প্রদীপ বলেন, ‘আমি প্রথমবারের মতো ঢাকায় এলাম। বাংলাদেশের সিনেমাতে এই প্রথম কাজ করছি। আমি খুব সৌভাগ্যবান যে প্রথম সিনেমাতেই এমন প্রযোজকের সঙ্গে কাজ করতে পারছি।’

বর্ষাকে দেখিয়ে প্রদীপ বলেন, ‘আসলে প্রযোজক উনি, উনিই নেত্রী, উনিই বস। আমাদের পুরো ইউনিটের সব উনিই। সৃষ্টিকর্তা ভালো একটি সুযোগ দিয়েছেন। ওনাদের (অনন্ত-বর্ষা) প্রোডাকশন কোম্পানি মুনসুন ফিল্মস দেশের সিনেমা প্রযোজনায় অনেক বড় একটি প্রতিষ্ঠান হতে যাচ্ছে।’

নেত্রী-দ্য লিডার সিনেমার দৃশ্যে প্রদীপ রাওয়াত ও সহশিল্পীরা। ছবি: নিউজবাংলা

অনন্ত জলিল এবং সিনেমার প্রতি তার ভালোবাসার কথা জানাতে গিয়ে প্রদীপ বলেন, ‘আমাদের দেশে মানে ভারতে যেমন আছে ইয়াশ রাজ ফিল্মস, আপনারা জানেন হয়তো। বাংলাদেশের সিনেমা নির্মাণে তিনি রাজা হতে যাচ্ছেন। এর কারণ হলো, ওনার (অনন্ত জলিল) সিনেমা নির্মাণে অনেক শখ। আপনারা আমার যে পোশাক দেখছেন, নেত্রীর যে পোশাক দেখছেন বা অন্য সবার পোশাক তিনিই ঠিক করেছেন। এগুলোর রং কেমন হবে, তাও তিনি ঠিক করেছেন। কার চরিত্র কেমন, সে অনুযায়ী তিনি সব সেট করেছেন। সিনেমার চিত্রনাট্যও তার। মূলত তিনিই সবকিছু। আমরা শুধু আসছি, দাঁড়াচ্ছি আর অভিনয় করছি।

‘তিনি খুব কমান্ডিং, এনার্জেটিক এবং একই সঙ্গে আমরা সবাই জানি যে তিনি বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী। অনেক কিছুর মধ্যেও যে তিনি সিনেমাকে ভালোবাসেন, সিনেমা নিয়ে ভাবেন, আমাদের সঙ্গে সিনেমা নিয়ে কথা বলেন। ভালো কাজ করতে চান এবং আমার আশা, তিনি ভালো সিনেমা নির্মাণ করবেন।’

নেত্রী- দ্য লিডার সিনেমা নিয়ে প্রদীপের ভাষ্য, ‘এটি (নেত্রী- দ্য লিডার) একটি রাজনৈতিক সিনেমা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে এর মিল থাকতে পারে। ওই সময়ে কী হয়েছিল এবং সেটি আজকের সময়ে কেমন, তেমন কিছু দেখানোর চেষ্টা আছে এখানে।’

নেত্রী-দ্য লিডার সিনেমার শিল্পী, কলাকুশলীদের সঙ্গে প্রদীপ রাওয়াত। ছবি: নিউজবাংলা

বাংলাদেশে শুটিং করতে এসে কোন জিনিসটি সবচেয়ে ভালো লাগছে, জানতে চাইলে প্রদীপ বলেন, ‘একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হলো খাবার; মিষ্টি দই, গুলাপ জামুন, রসমালাই, মাছ, বারবি চিকেন এবং সবার অনেক ভালোবাসা।’

বাংলাদেশে তাকে অনেক মানুষ চেনে, তাকে ভালোবাসেন। এ জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ‘বাংলাদেশে আসার আগে আমি জানতামই না যে এখানকার মানুষ আমাকে চেনে, আমাকে এত ভালোবাসে। এটা আমার জন্য বড় সারপ্রাইজ। আমি এখানকার মানুষের কাছে খুবই কৃতজ্ঞ।’

সিনেমায় অন্য সিনেমার মতো মন্দ চরিত্রে অভিনয় করছেন প্রদীপ রাওয়াত। তবে বাস্তব জীবনে তিনি বিশ্বাস করেন বাবা-মায়ের প্রতি ভালোবাসা রাখতে হবে সবার ওপরে। জীবনে ভালো কিছু করার চেষ্টা করতে হবে।

এ বিভাগের আরো খবর