বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিশোধ নিতে ফিরছে ‘আরিয়া’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ নভেম্বর, ২০২১ ১৫:০৯

প্রথম সিজনে বুদ্ধির জোরে সমস্যার মোকাবিলা করেছিলেন আরিয়া, কিন্তু এবার সন্তানদের রক্ষা করতে অস্ত্র হাতে দেখা গেছে তাকে। আরিয়া এবার পুরো অ্যাকশন মুডে।

আবারও পর্দায় ফিরছেন আরিয়া সারিন। ২০২০ সালের ১৯ জুন আরিয়া হিসেবে ওয়েবে এসেছিলেন সুস্মিতা সেন। সেই চরিত্র নিয়ে আবারও ফিরছেন তিনি। ডিজনি হটস্টারে তাকে দেখা যাবে দ্বিতীয় সিজন আরিয়া-২ তে।

এবার যেন আরিয়া হিংস্র বাঘিনী। নিজের পরিবারকে রক্ষা করতে মরিয়া আরিয়া। একেবারেই ভিন্ন অবতারে আসছেন সুস্মিতা। সম্প্রতি প্রকাশ পেয়েছে কনটেন্টটির ট্রেলার।

আরিয়া এবার আরও কড়া, লাস্যময়ী ভাবটা ট্রেলারে অনুপস্থিত। পরতে পরতে রহস্য।

প্রথম সিজনে দেখা গিয়েছিল আরিয়ার স্বামীর রহস্যজনক মৃত্যু, পারিবারিক দ্বন্দ্ব ও জটিল সমীকরণ। একদিকে আরিয়ার টিনএজার মেয়ে; তার বয়সন্ধিকালে নানা রকম সমস্যা। অন্যদিকে স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করতে আরিয়ার লড়াই।

আরিয়া-২ ওয়েব কনটেন্টের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

দ্বিতীয় সিজনের ট্রেলারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা গেছে আরিয়াকে। মৃত স্বামীর একটি ভিডিও নতুন করে আবিষ্কার করেন তিনি। ভিডিওতে লুকিয়ে আছে কোনো গোপন তথ্য, যা হয়তো বিপজ্জনক ও রহস্যময়।

প্রথম সিজনে বুদ্ধির জোরে সমস্যার মোকাবিলা করেছিলেন আরিয়া, কিন্তু এবার সন্তানদের রক্ষা করতে অস্ত্র হাতে দেখা গেছে তাকে। আরিয়া এবার পুরো অ্যাকশন মুডে।

গত ১৯ নভেম্বর ছিল সুস্মিতার ৪৬তম জন্মদিন। সেদিনই জানান, শারীরিক সমস্যার জন্য অস্ত্রোপচার করতে হয়েছে তাকে। তবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয় ডাচ ক্রাইম-ড্রামা সিরিজ পেনোজা এর রিমেকে ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন সন্দীপ শ্রীবাস্তব ও অনু সিং চৌধুরী।

রাম মাধবনি পরিচালিত এই ক্রাইম-ড্রামাটি ১০ ডিসেম্বর আসছে ডিজনি প্লাস হটস্টারে।

এ বিভাগের আরো খবর