সেন্সর ছাড়পত্র পেল অনন্য মামুন পরিচালিত নিরব-মিথিলা জুটির প্রথম চলচ্চিত্র অমানুষ।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা ও নায়ক দুজনই।
একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করা হলেও অমানুষ–এর মধ্য দিয়ে প্রথমবার সিনেমায় জুটি বেঁধেছেন নিরব-মিথিলা।
গত মার্চে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। লকডাউনের আগে প্রায় ৯৫ শতাংশ শুটিং শেষ হয়। আগস্টের মাঝামাঝিতে শেষ হয় সিনেমাটির বাকি অংশের দৃশ্যধারণ।
কবে নাগাদ সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে জানতে চাইলে অনন্য মামুন বলেন, ‘আশা করছি ডিসেম্বরেই মুক্তি পাবে। ওটিটি প্ল্যাটফর্ম, প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে একই সঙ্গে মুক্তি দেয়া হবে।’
সিনেমাটিতে এক দুর্ধর্ষ বনদস্যুর চরিত্রে অভিনয় করছেন নিরব। তার চরিত্রের নাম ওসমান। আর মিথিলার চরিত্রের নাম নুদরাত।
এর আগে অমানুষ-এর কথা বলতে গিয়ে নিরব বলেন, ‘প্রত্যেকটা মানুষের মাঝেই তো প্রেম থাকে। সে মানুষ হোক বা অমানুষ। কখনও মানুষ অমানুষ হয়ে যায়, আবার অমানুষ মানুষ হয়। এসব ঘটনা ঘটে পরিস্থিতির কারণে।’
নিজের গ্ল্যামারাস লুক ভেঙে অমানুষ চলচ্চিত্রে নিজেকে সাজিয়েছেন নিরব। পোস্টারে এই লুকে ভক্তদেরও নিরবকে চিনতে বেগ পেতে হচ্ছে।
নিরব-মিথিলা বাদে এতে আরও অভিনয় করছেন কাজী নওশাবা, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু।