বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেরা করদাতার পুরস্কার নিলেন মিম

  •    
  • ২৪ নভেম্বর, ২০২১ ১৭:৩০

এবার জ্যেষ্ঠ নাগরিক, ব্যবসায়ী, শিল্পীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়। এর মধ্যে অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে এবার সেরা করদাতা হন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ।

সেরা করদাতার পুরস্কার পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

রাজধানীর অফিসার্স ক্লাবে বুধবার ২০২০-২১ করবর্ষে তাকে সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয় জাতীয় রাজস্ব বোর্ড।

এ পুরস্কার পেয়ে ভীষণ খুশি অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সম্মাননা গ্রহণের কয়েকটি ছবি পোস্ট করেন মিম।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘আবার এই পুরস্কার পেয়ে আমি খুব খুশি এবং কৃতজ্ঞ!’

গত ১৭ নভেম্বর দেশের সেরা করদাতাদের নাম ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এবার জ্যেষ্ঠ নাগরিক, ব্যবসায়ী, শিল্পীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়।

এর মধ্যে অভিনেতা/অভিনেত্রী ক্যাটাগরিতে এবার সেরা করদাতা হন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ।

রাজধানীর অফিসার্স ক্লাবে বুধবার ২০২০-২১ করবর্ষে সেরা করদাতার সম্মাননা ও ট্যাক্স কার্ড পান মিম। ছবি: সংগৃহীত

এ ছাড়া শিল্পী (গায়ক/গায়িকা) ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ দে।

আয়ের উৎস বা পেশার ১৩ ক্যাটাগরি হলো ব্যবসায়ী, বেতনভোগী, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী (গায়ক-গায়িকা) ও অন্যান্য।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। তারা সড়ক, বিমান বা নৌপথের ভ্রমণে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারসহ বেশ কিছু সরকারি সুবিধা পাবেন।

এ বিভাগের আরো খবর