চলতি বছরের মাঝামাঝিতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বেশ কয়েকজন টালিউড তারকা যোগ দিয়েছিলেন কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিতে। এর মধ্যে রয়েছেন রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, তনুশ্রী চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, বনি সেনগুপ্ত।
দলটির হয়ে নির্বাচনে অংশও নেন প্রায় সবাই। অংশগ্রহণকারী তারকাদের বেশিরভাগই পরাজিত হন।
নির্বাচনের মাস দুয়েক পরই দল ছাড়েন অভিনেত্রী তনুশ্রী চট্টোপাধ্যায়। এরপর চলতি মাসে বিজেপি ছাড়ার ঘোষণা দেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
এবার অভিনেতা বনি সেনগুপ্তও সে পথে হাঁটছেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে।
তনুশ্রী-শ্রাবন্তীর মতো নির্বাচনে অংশ নেননি অভিনেতা, তবে ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর থেকে সেভাবে রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি বনিকে।
তিনি রাজনীতি থেকে বিরতি নেবেন নাকি যোগ দেবেন অন্য কোনো দলে, সে প্রশ্ন সামনে এসেছে।
খবরে সূত্রের বরাত দিয়ে বলা হয়, মৌখিকভাবে বিজেপি নেতাদের দল ছাড়ার কথা জানিয়েও দিয়েছেন বনি।
তবে এটা জল্পনা বলে উড়িয়ে দিয়ে বনি বলেন, ‘না, আমি কাউকে কিছু জানাইনি। আপাতত রাজনীতি থেকে দূরে থেকে অভিনয়েই মন দিতে চাই।’
খবরে বলা হয়েছে, সব মিলিয়ে রাজনীতি থেকে দূরে থাকার ইচ্ছাই প্রকাশ পেয়েছে বনির কথায়।
আগামী ২৬ নভেম্বর নব দানব নামে একটি সিনেমার শুটিংয়ে যোগ দিতে আবারও ঢাকায় আসছেন বনি সেনগুপ্ত।