গত সেপ্টেম্বরে শুরুর ঘোষণা আসে নেত্রী: দ্য লিডার সিনেমা নির্মাণের। যেখানে বর্ষাকে মূল ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে জানান সিনেমাটির অন্যতম প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল।
অক্টোবরে শুরু হয় সিনেমার শুটিং। প্রথম লটের কাজ শেষ করে এখন চলছে সিনেমাটির দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ। চলতি সপ্তাহে ঢাকার পাশেই শুরু হয়েছে সিনেমার শুটিং।
অনন্ত জলিল তার ফেসবুক পেজে সিনেমাটি নিয়ে নিয়মিতই আপডেট জানাচ্ছেন। স্থিরচিত্র এবং ভিডিও পাওয়া যাচ্ছে পেজটিতে।
সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী বর্ষা শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে মঞ্চে ভাষণ দিচ্ছেন। কখনও আবার জনসমাগমের মতো অনেক মানুষের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন।
পরিচালকের দায়িত্ব পালন করছেন অনন্ত জলিল। ছবি: সংগৃহীত
সিনেমায় অনন্তও আছেন। তাকে দেখা যাবে নেত্রীর দেহরক্ষী হিসেবে।
অনন্ত ভেরিফায়েড ফেসবুকে জানান, ‘চলছে নেত্রী: দ্য লিডার চলচ্চিত্রের শুটিং আমাদের এই চলচ্চিত্রে অভিনয় করছেন কয়েকজন ভারতীয় স্বনামধন্য অভিনেতা। ইতিমধ্যে প্রদীপ রাওয়াত বাংলাদেশে চলে এসেছেন এবং দ্বিতীয় ধাপের শুটিংয়ে তিনি যুক্ত হয়েছেন।’
সিনেমার সেটে ভারতীয় শিল্পী প্রদীপ রাওয়াত। ছবি: সংগৃহীত
নভেম্বরের ২০ তারিখে শুরু হয় সিনেমার শুটিং। সেদিন ভেরিফায়েড ফেসবুকে জানান, আজ (২০ নভেম্বর) থেকে শুরু হয়ে গেল নেত্রী: দ্য লিডার সিনেমার শুটিং। তুর্কি, ইন্ডিয়া ও বাংলাদেশের আর্টিস্টরা অলরেডি আমাদের সঙ্গে। শুটিং হচ্ছে আমাদের ওল্ড হোম ধল্লা, সাভারে।’
যেসব স্থিরচিত্র বা ভিডিও প্রকাশ পেয়েছে, দেখা যাচ্ছে যে পরিচালনার কাজটি করছেন অনন্ত জলিল।