সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে নিজের নামের সঙ্গে স্বামীর নামের অংশ ‘জোনাস’ মুছে ফেলেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এর জেরে প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদ জল্পনা তুঙ্গে উঠেছে।
নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন হলো, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মতো বিয়েবিচ্ছেদ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কাও।
বিয়েবিচ্ছেদের আগে সামান্থাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম থেকে স্বামী নাগা চৈতন্যর ‘আক্কিনেনি’ পদবি মুছে দিয়েছিলেন। প্রিয়াঙ্কাও সে পথে হাঁটছেন কি না, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা।
এ নিয়ে এখনও প্রিয়াঙ্কা কিছু না বললেও মুখ খুলেছেন তার মা মধু চোপড়া। তিনি বলেন, ‘এটা একদম বাজে কথা, এসব গুজব ছড়াবেন না।’
নাম পরিবর্তন করলেও প্রিয়াঙ্কা-নিক ইনস্টাগ্রামে পরস্পরকে ফলো করেন। পাশাপাশি দুজন দুজনের ছবিতে লাইক ও আদুরে মন্তব্য বজায় রেখেছেন।
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান পপ গায়ক নিক জোনাস । ছবি: সংগৃহীত
দিন কয়েকের মধ্যেই তৃতীয় বিবাহবার্ষিকী পালন করবেন নিক-প্রিয়াঙ্কা। ২০১৮ সালের ২ ও ৩ ডিসেম্বর হিন্দু ও খ্রিষ্টান রীতি মেনে বিয়ের পর্ব সেরেছিলেন দুজন। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল জুটির রাজকীয় বিয়ের আসর।
আপাতত দ্য ম্যাট্রিক্স রিসারেকশন-এর প্রচারে ব্যস্ত প্রিয়াঙ্কা। মঙ্গলবারও সিনেমাটির এক পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।
সেই পোস্টারে অভিনেত্রীকে প্রিন্টেড জ্যাকেটের সঙ্গে লুজ প্যান্ট পরা দেখা যাচ্ছে। মাথার দুই দিকে দুটি খোঁপা বাঁধা তার।