নবীন নির্মাতা রুবেল আনুশ পরিচালিত নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমাটিকে সেন্সর বোর্ড থেকে ‘প্রদর্শনযোগ্য নয়’ বলে জানানো হয়। সেন্সরে জমা দেয়ার সময় সিনেমাটির নাম বদলে রাখা হয়েছিল প্রেমকাহন।
নিয়ম অনুযায়ী সিনেমাটির সমস্যার জায়গাগুলো ঠিক করে আবার সেন্সর বোর্ডে জমা দেয়া যেত কিংবা আপিল করার সুযোগ ছিল। কিন্তু কোনো আপসে না গিয়ে পরিচালক রুবেল আনুশ সিনেমাটি ইউটিউবে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আপিল না করার কারণ জানিয়ে রুবেল আনুশ নিউজবাংলাকে বলেন, ‘আপিল করলেও ওই একই রকম ফলাফল আসত। দৃশ্য কাটতে হতো বা সংলাপ ফেলে দিতে হতো। আমি চাইনি সেগুলো করতে। কারণ এতে আমার সিনেমা আর সিনেমা থাকবে না।’
প্রেমকাহন নয়, আগের নাম নিষিদ্ধ প্রেমের গল্প নামেই সিনেমাটি ইউটিউবে দেখা যাবে ২৫ নভেম্বর থেকে। ওই দিন সন্ধ্যা ৭টায় সিনেমাটি মুক্তি পাবে সিনেমা কটেজ নামের ইউটিউব চ্যানেলে।
রুবেল আনুশ বলেন, ‘আমার জন্য অনেক বাজেটের সিনেমা এটি। এত টাকা তো আর ইউটিউব থেকে আসবে না। আমরা প্রফিট শেয়ারিংয়ের মাধ্যমে সিনেমাটি এ প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছি।’
তিনি এও জানান, ওটিটি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কথা বলেছিলেন আনুশ কিন্তু তারা সেন্সর ছাড়পত্র ছাড়া সিনেমাটি নিতে চাচ্ছে না।
২০১৪ সালে সিনেমার কাজ শুরু করেছিলেন পরিচালক। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা, শিমুল খান, রুমাই নোভিয়া, মামুন, আবুল হায়াত, মনিরা মিঠু, সোহেল খান, মোহাম্মদ সালমান, মুন মুন আহমেদ মুন, মেহেদি আকাশসহ অনেকে।