বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বঙ্গবন্ধু’ সিনেমায় টিক্কা খান চরিত্রে জায়েদ

  •    
  • ২২ নভেম্বর, ২০২১ ১৯:১৭

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ। তিনি বলেন, ‘নিশ্চিত না হয়ে বলতে চাইনি। আজ (সোমবার) এফডিসিতে কাগজ চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানাচ্ছি। এ সিনেমায় যুক্ত হতে আমি অনেক আনন্দিত।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক বঙ্গবন্ধু সিনেমায় যুক্ত হলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান। সিনেমায় তিনি টিক্কা খানের চরিত্রে অভিনয় করবেন।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ। তিনি বলেন, ‘নিশ্চিত না হয়ে বলতে চাইনি। আজ (সোমবার) এফডিসিতে কাগজ চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানাচ্ছি। এ সিনেমায় যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত।’

তিনি আরও জানান, সিনেমায় তিনি পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১ টাকা।

চুক্তিপত্রসহ জায়েদ খান ও সিনেমাসংশ্লিষ্ট। ছবি: সংগৃহীত

২০ নভেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং। এ পর্যায়ে আরও কিছু অভিনয়শিল্পীর অডিশন নিয়ে সিনেমায় যুক্ত করা হয়েছে। যেমন, কিছুদিন আগে খবর আসে খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করছেন এলিনা শাম্মী। এবার জানা গেল জায়েদ খানের নাম।

মুক্তিযুদ্ধের সময় টিক্কা খান ছিলেন পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক। তখন তিনি নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন। এ জন্য তাকে ‘বাংলার কসাই’ বলা হয়। আর এই চরিত্রে দেখা যাবে জায়েদকে।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ে শুরু হয় সিনেমার শুটিং। এখন চলছে দৃশ্যধারণের কাজ। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

সিনেমাটি আগামী বছর মার্চে মুক্তির পরিকল্পনা আছে।

এ বিভাগের আরো খবর