নেট মাধ্যমে জোর গুঞ্জন, বিয়ে করতে যাচ্ছেন আমির খান। সম্প্রতি এমন তথ্যে শীতেও যেন গরম হয়ে উঠেছে বি-টাউনের বাতাস।
মিডিয়া বাজ অনুযায়ী ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দাঙ্গাল খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখকে বিয়ে করতে যাচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
আমিরের মুক্তি প্রতীক্ষিত সিনেমা লাল সিং চাড্ডা। নতুন বছরের এপ্রিলে বৈশাখ উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি। এটি মুক্তির পরই নাকি বিয়ের ঘোষণা দেবেন আমির।
যদিও এ সম্পর্কে কোনো মন্তব্য করেননি আমির-সানার কেউই।
আমির-সানার প্রেমের গুঞ্জন আরও অনেক আগে থেকেই রয়েছে বলিউডে। শোনা যায় তার কারণেই নাকি দ্বিতীয় বিয়েবিচ্ছেদের ঘটনা ঘটে।
আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। তিনি নিজেও একজন পরিচালক ও প্রযোজক। আমিরের সঙ্গে দীর্ঘদিন ধরেই সিনেমার পেছনের মানুষ হয়ে কাজ করতেন তিনি।
২০০৫ সালে বিয়ে হয় আমির-কিরণের। তাদের বিয়েবিচ্ছেদ হয় গত আগস্ট মাসে।