আমির খান হলেন মিস্টার পারফেকশনিস্ট। তার সিনেমা মানেই বলিউড ধামাকা। বলিউডের বাইরেও আমিরের সিনেমার জনপ্রিয়তা প্রচুর।
আমির খানের সিনেমা মুক্তির একটি রীতি রয়েছে। সেটি হলো, প্রতি বছর খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড় দিন’ (ক্রিসমাস) উপলক্ষ্যে সিনেমা মুক্তি দেন আমির। বছরের শেষ মাস ডিসেম্বরের ২৫ তারিখে উদযাপিত হয় বড় দিন; আমিরের সিনেমা সেই দিন বা আগে পরে মুক্তি পায়।
কিন্তু এবার তার ব্যতিক্রম হচ্ছে। করোনার কারণে কয়েক দফা পরিবর্তন হয়েছে আমিরের লাল সিং চাড্ডা সিনেমার শুটিং। এর মধ্যে সিনেমার অভিনেত্রী কারিনা কাপুর খান মা হয়েছেন; তার জন্যও সময় লেগেছে। কাজ শেষ না হওয়ায় ডিসেম্বরে মুক্তি দেয়া যাচ্ছে না সিনেমাটি।
তাই ভক্ত-দর্শকদের তিনি মানা করেছেন সিনেমাটি ডিসেম্বরে মুক্তির আশা না করে থাকতে। সঙ্গে দিয়েছেন আনন্দের সংবাদও।
সেটি হলো, ক্রিসমাসে না এলেও লাল সিং চাড্ডা আসছে বৈশাখে। সিনেমাটির মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ এপ্রিল। রীতি ভেঙে এই প্রথম বৈশাখে আসছে আমির খানের সিনেমা।
আমির খান প্রোডাকশন নামের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। সঙ্গে পোস্ট করা হয়েছে নতুন একটি পোস্টার। যেখানে আমিরের সঙ্গে দেখা যাচ্ছে কারিনা কাপুরকে।
মুক্তির তারিখ জানিয়ে সিনেমার পোস্টারে লেখা আছে, বৈশাখী ২০২২, এপ্রিল ১৪।
লাল সিং চাড্ডা সিনেমাটি ইংরেজি ভাষার বিখ্যাত সিনেমা ফরেস্ট গাম্প এর বলিউড রিমেক। ফরেস্ট গাম্প সিনেমায় অভিনয় করেন খ্যাতনামা অভিনেতা টম হ্যাঙ্কস।